Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ অক্টোবর ২০২১ ই-পেপার

Nikhil Jain-Yash Dasgupta: একই চিত্রগ্রাহকের ক্যামেরায় লেন্সবন্দি যশ-নিখিল, নুসরতের সন্তান জন্মের দিন ছবি প্রকাশ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৬ অগস্ট ২০২১ ২৩:৩৯
নিখিল জৈন এবং যশ দাশগুপ্ত

নিখিল জৈন এবং যশ দাশগুপ্ত

যশ দাশগুপ্ত এবং নিখিল জৈন। দু’জনেই একই সূত্রে বাঁধা, নুসরত জাহান। এই তিন জনের সম্পর্কের সমীকরণ নিয়ে তাই তোলপাড় বাংলা। যশ হলেন নুসরতের বিশেষ বন্ধু। তার উপরে টলিপাড়ার গুজব বলছে, নুসরতের পুত্রসন্তানের বাবা যশই। অন্য দিকে নিখিল হলেন নুসরতের প্রাক্তন।

বৃহস্পতিবার নুসরতের সন্তান জন্ম নেওয়ার পর নিখিল এবং যশ, দু’জনেই একই চিত্রগ্রাহকের তোলা ছবি পোস্ট করলেন।

Advertisement

প্রথমে যশ নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘নিজের উপর ভরসা রাখো।’ সেই ছবিতে দেখা যাচ্ছে।কালো রঙের গা-চাপা টিশার্ট এবং জিনস পরে দাঁড়িয়ে রয়েছেন যশ। তার কয়েক ঘণ্টা পরে নিখিল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের একটি ছবি পোস্ট করলেন। ছবিতে দেখা যাচ্ছে, রংবেরঙের টিশার্ট আর নীল রঙের জিনস পরেছেন নিখিল। তিনি লিখেছেন, ‘ধর্মের চাকা ঘোরাও। নিজের কাজ করে যাও। কর্মই একমাত্র ধর্ম।’


দু’জনেই ছবির নীচে চিত্রগ্রাহক সোমনাথ রায়ের নাম লিখেছেন। অর্থাৎ একই চিত্রগ্রাহক দু’জনের ছবি তুলেছেন। শুধু তা-ই নয়, একই দিনে নুসরতের সন্তান জন্ম নেওয়ার দিনই যশ-নিখিল এই ছবিটি পোস্ট করেছেন।

আরও পড়ুন

Advertisement