যশ দাশগুপ্ত এবং নিখিল জৈন। দু’জনেই একই সূত্রে বাঁধা, নুসরত জাহান। এই তিন জনের সম্পর্কের সমীকরণ নিয়ে তাই তোলপাড় বাংলা। যশ হলেন নুসরতের বিশেষ বন্ধু। তার উপরে টলিপাড়ার গুজব বলছে, নুসরতের পুত্রসন্তানের বাবা যশই। অন্য দিকে নিখিল হলেন নুসরতের প্রাক্তন।
বৃহস্পতিবার নুসরতের সন্তান জন্ম নেওয়ার পর নিখিল এবং যশ, দু’জনেই একই চিত্রগ্রাহকের তোলা ছবি পোস্ট করলেন।