প্রকাশ পেল জিৎ-নুসরত অভিনীত 'অসুর' সিনেমায় নুসরতের ফার্স্টলুক। রবিবার ইনস্টাগ্রামে নুসরত নিজেই শেয়ার করেছেন সেই লুক। ক্যাপশনে লিখেছেন, 'অসুর-এর দুর্গা অদিতি'। অতএব ধারণা করাই যাচ্ছে, সিনেমায় তাঁর চরিত্রের নাম অদিতি।
পরনে কালো রঙের শাড়ি, চোখে চশমা, মাথায় সিঁদুর আর কপালে ছোট্ট টিপ- নুসরতের 'অসুর' লুকে কাত নেটিজেনরা। কিছু দিন আগেই জিৎ ইনস্টাগ্রামে তাঁর অসুর লুক শেয়ার করেছিলেন। খালি গা, হাতে ধুনুচি- জিতের সেই লুক তাক লাগিয়ে দিয়েছিল ফ্যানেদের। ওই ছবিতে নুসরত আর জিৎ ছাড়াও দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন-বিয়ে করতে চান ক্যাটরিনা, সলমনের সঙ্গে বর্তমান রসায়ন নিয়েও মুখ খুললেন অভিনেত্রী
আরও পড়ুন- দুর্গা-বন্দনায় নুসরত, অনেক দিন পর একই ফ্রেমে শুভশ্রী-মিমিও, ভাইরাল হল ভিডিয়ো
"অসুর" এর দূর্গা - অদিতি #Asur #Poster #ThisWinter
জানা গিয়েছে, ছবিতে জিতের চরিত্রের নাম কিরণ মাণ্ডি। এই ছবির মাধ্যমেই প্রখ্যাত চিত্র শিল্পী রামকিঙ্কর বেইজকে শ্রদ্ধা জানান হয়েছে।
বিয়ের পর নুসরতের এটি প্রথম ছবি। তবে শরতে নয়, শীতকালে হলে আসবে 'অসুর'।