Advertisement
E-Paper

ওড টু গন্ধরাজ

পাঠানের যদি হিং-কিশমিশ থাকে, বাঙালির আছে গন্ধরাজ। বাঙালির ভাতপাতে গন্ধরাজ লেবুর সুগন্ধ ছড়ালেন অঞ্জন চট্টোপাধ্যায়ফরাসী পারফিউমের কথা বাঙালিরা জানে। বাঙালি পারফিউমের কথা ফরাসীরা জানে না। জানলে এত দিনে তারাও শুধু ডালে-ভাতে বাঙালি হয়ে থেকে যেতে চাইত। ধোঁয়া ওঠা গরম ভাত, সোনামুগের ডাল আর গন্ধরাজ লেবু। এই যদি হত কোনও ডিনারের মেনু, আমি নিশ্চিত অন্য কোনও ডেলিকেসি তারা আর ছুঁয়েও দেখত না।

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৮

ফরাসী পারফিউমের কথা বাঙালিরা জানে। বাঙালি পারফিউমের কথা ফরাসীরা জানে না। জানলে এত দিনে তারাও শুধু ডালে-ভাতে বাঙালি হয়ে থেকে যেতে চাইত। ধোঁয়া ওঠা গরম ভাত, সোনামুগের ডাল আর গন্ধরাজ লেবু। এই যদি হত কোনও ডিনারের মেনু, আমি নিশ্চিত অন্য কোনও ডেলিকেসি তারা আর ছুঁয়েও দেখত না।

কী এসে যায় সাজানো পঞ্চব্যঞ্জনে, যদি না পাতে থাকে এক টুকরো মন মাতাল গন্ধরাজ? রান্নাঘরের বটি, কিচেনের ছুরি যার শরীর ফালা ফালা করে কেটে ভাবে সার্থক জনম আমার! আজন্মপ্রেমিক আমি তার ওই রূপ-রস গন্ধের অমর ঐশ্বর্যের। আমার বাংলার গন্ধরাজ দীর্ঘজীবী হোক।

এই অবধি লিখে বেশ গা-ছমছম করছে। এ তো রীতিমতো প্রেম নিবেদন। অ্যান ওড টু গন্ধরাজ বলে দিব্যি কোনও সিলেবাস চালিয়ে দেওয়া যায়। অথবা বানিয়ে ফেলা যায় কোনও দারুণ সিনেমা, যেখানে গল্পের হিরো বিশেষ সেই গন্ধের খোঁজে চষে ফেলছে আসমুদ্রহিমাচল, পাচ্ছে না। পাবে কোথায়? আমার লোনাভলার বাগানেও তো লাগিয়েছিলাম সেই গাছ। লেবুও হয়েছিল। শুধু গন্ধটাই যা ছিল না!

সাংহাই এর এক শেফ রীতিমতো হাতেপায়ে ধরেছিল মাত্র দু’টো লেবুর রিকোয়েস্ট নিয়ে। তাঁদের রেঁস্তোরার নাকি বিক্রি বেড়ে যাবে এই লেবু সেখানে ইনট্রোডিউস করলে। আমার সাম্প্রতিক ইউরোপ সফরেও তো এক বিশ্বখ্যাত ব্র্যান্ডের কর্তারা পাগল এই লেবুর প্রেমে। ভডকার পেগ-এ ড্যাশ অব টনিক ওয়াটার আর ক্রাশড গন্ধরাজের গুণেই কী না জানি না, আমার ক্লায়েন্টের সব আবদার তারা এককথায় মেনে নিল!

গন্ধরাজের এই বিশ্বজয় অবশ্য বহু দিন ধরেই দেখছি। আমাদের ‘ওহ্ ক্যালকাটা’য় গন্ধরাজ ভেটকির টেস্ট-এ ফ্ল্যাট হয়ে গিয়েছে, এমন বিদেশি অতিথির সংখ্যা নেহাৎ কম নয়। রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রদূত— গন্ধরাজের গন্ধে বিভোর হয়ে যাওয়া এই ভিভিআইপির লিস্ট বাড়বে বই কমবে না!

পাঠানের যদি হিং-কিশমিশ থাকে, বাঙালির আছে গন্ধরাজ। পাতি, কাগজি ও আরও হাজার লেবুর ভিড়ে রীতিমতো নাক উঁচু এই প্রজাতি। কৌলীন্যে ম ম করা গন্ধ আর ভুবনভোলানো স্বাদের ইউএসপি নিয়ে তার কাছে কোথায় লাগে মহার্ঘ ফরাসী পারফিউম, আরবী আতর?

আমার জীবনের সঙ্গে পরতে পরতে জড়িয়ে আছে এই গন্ধরাজের মায়া। বাড়িতে তো ছেড়েই দিন, কর্মসূত্রেও যখনই দেশেবিদেশে কোথাও যেতে হয়, আমার লাগেজে মাস্ট হ্যাভ সেই তিন-চার পিস আস্ত গন্ধরাজ। বামুন ঠাকুর যেমন তার হাতা-খুন্তি বা মশলাপাতি নিয়ে ঘোরে, আমি ঘুরি গন্ধরাজকে নিয়ে। সুদূর পরবাসে থেকেও দেশের মাটির এমন সুবাস আর কে-ই বা দিতে পারে?

আর তাই গন্ধরাজ আমার কাছে অহঙ্কার। আমার দেশাভিমানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। আমার অমর বাঙালিয়ানার লোগো।

gandharaj lemon cook food recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy