Advertisement
০৪ অক্টোবর ২০২৪
Entertainment News

ঐন্দ্রিলার পুজোর হুল্লোড় শুরু, কার সঙ্গে জানেন?

আসলে ঐন্দ্রিলার কাছে তাঁর পরিবারই সব কিছু। রবিবার রাতে পরিবারের সকলকে নিয়ে ডিনারে গিয়েছিলেন নায়িকা।

ঐন্দ্রিলা সেন। ছবি: ঐন্দ্রিলার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ঐন্দ্রিলা সেন। ছবি: ঐন্দ্রিলার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ১২:২৪
Share: Save:

আজ মহালয়া। কিন্তু তার আগের দিন থেকেই কার্যত পুজোর হুল্লোড় শুরু করে দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। কিন্তু কী ভাবে? নায়িকাকে সঙ্গই বা কে দিলেন?

আসলে ঐন্দ্রিলার কাছে তাঁর পরিবারই সব কিছু। রবিবার রাতে পরিবারের সকলকে নিয়ে ডিনারে গিয়েছিলেন নায়িকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সঙ্গে ছিলেন বয়ফ্রেন্ড অঙ্কুশ এবং প্রিয় বন্ধু বিক্রম।

এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এ বিক্রম-ঐন্দ্রিলা জুটির অভিনয় দেখছেন দর্শক। বহুদিন পর তাঁরা জুটি হিসেবে ফিরেছেন টিভির পর্দায়। আগের মতোই এই জুটির কেমিস্ট্রি এখনও দর্শকদের পছন্দ। শুটিংয়ের ফাঁকে সময় বের করে পুজোর আনন্দ শুরু করে দিলেন তাঁরা।

আরও পড়ুন, প্রোমোশনের নিত্য নতুন আইডিয়া, দেব কি এমবিএ পাশ?

অঙ্কুশ এবং ঐন্দ্রিলা দু’জনেরই খুব ভাল বন্ধু বিক্রম। আসলে বন্ধুর থেকেও বলা ভাল বিক্রম এই অফস্ক্রিন জুটির পরিবারের অংশ। তাই যে কোনও আনন্দে বিক্রম যে এই জুটির সঙ্গে থাকবেন তা স্বাভাবিক। সেই আনন্দের মুহূর্তই অনুরাগীদের সঙ্গেও শেয়ার করেছেন অভিনেত্রী।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE