Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sourav Gamguly

Tollywood: সৌরভের জন্মদিনে এককাট্টা টিম ‘কলকাতা চলন্তিকা’, ছবি-মুক্তি মাদার টেরেসার জন্মদিনে?

গর্বের ৫০তম জন্মদিনে বাঙালি এবং শহরবাসী হিসেবে গর্বিত টিম ‘কলকাতা চলন্তিকা’। শহরের আরও এক গর্বের জন্মদিনে ছবি-মুক্তি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২২:২২
Share: Save:

‘দাদা’ ক্রিকেটের। ‘দাদা’ বিনোদন দুনিয়ারও। তাঁর অধিনায়কত্ব ভারতীয় ক্রিকেটের সম্পদ। বিজ্ঞাপনী ছবিতে তাঁর অভিনয়, রিয়্যালিটি শোয়ের সঞ্চালনাতেও তাঁর ‘দাদাগিরি’ দেখার মতো। শুক্রবার কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ৫০ ছুঁয়ে ফেললেন। তাঁর ‘হাফ সেঞ্চুরি’র উদ্‌যাপনে শামিল পরিচালক পাভেলও। কী ভাবে? টিম ‘কলকাতা চলন্তিকা’কে নিয়ে। আনন্দবাজার অনলাইনকে পরিচালক জানিয়েছেন, ঘরের ছেলের জন্মদিনে কলকাতাকে নিয়ে তৈরি ছবি-মুক্তির দিন ঘোষণার কথা। ‘দাদা’র জন্য এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!

পাভেলের তৈরি ছোট্ট প্রচার ঝলক। পরিচালকের সঙ্গে হাজির খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, অনির্বাণ চক্রবর্তী, সৌরভ দাস, ইশা সাহা, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত, শতাব্দী চক্রবর্তী, রণজয় ভট্টাচার্য। প্রত্যেকের গর্ব, তাঁরা সৌরভের শহরের বাসিন্দা। গর্ব করেছেন কলকাতাকে নিয়ে তৈরি ছবির জন্য। একই সঙ্গে তাঁরা স্মরণ করেছেন কলকাতার আরও এক গর্ব মাদার টেরেসাকে। তাঁকে সম্মান জানিয়ে, তাঁর জন্মদিন ২৬ অগস্ট শহরের প্রেক্ষাগৃহে আসবে পোস্তা সেতু ভেঙে পড়ার নেপথ্য কাহিনি।

ছবির পস্টার।

ছবির পস্টার।

এর আগে ছবির পোস্টার মুক্তি পেয়েছে। সেখানে ধরা পোস্তা সেতু ভেঙে পড়ার ছবি। পরিচালক পাভেলের কথায়, ‘‘ছবিতে শহরের তিন দিনের যাপিত জীবন। প্রথম দিন সে ছুটে চলে আপন ছন্দে। শহরের অলিতেগলিতে, রাজ পথে। দ্বিতীয় দিনে ভেঙে পড়ে সেতু। সব এলোমেলো। তৃতীয় দিনে শহর আবার পুরনো ছন্দে ফেরার চেষ্টায়।’’ ছবিটি মুক্তি পাবে ‘বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে। প্রযোজক শতদ্রু চক্রবর্তী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Gamguly Birthday Pavel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE