Advertisement
E-Paper

ওরিকে প্রবল হিংসে, তাঁর উপস্থিতিতে ভয়ে সিঁটিয়ে থাকেন! শুটিং সেটে কেন রেগে আগুন অনন্যা

সত্যিই কি তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? সম্প্রতি ওরির এক মন্তব্যে উঠে এল অন্য তথ্য। অনন্যা নাকি ওরিকে প্রবল হিংসে করেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬
Orry claims that Ananya Panday was jealous and threatened by his presence

ওরি ও অনন্যার মধ্যে ধুন্ধুমার। ছবি: সংগৃহীত।

অনন্যা পাণ্ডে ও ওরি— প্রিয় বন্ধু হিসাবেই পরিচিত দু’জনে। মুম্বইয়ের টিনসেল টাউনের বিভিন্ন পার্টিতে একসঙ্গেও দেখা গিয়েছে তাঁদের। কিন্তু সত্যিই কি তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? সম্প্রতি ওরির এক মন্তব্যে উঠে এল অন্য তথ্য। অনন্যা নাকি ওরিকে প্রবল হিংসে করেন। এমনকি ওরিকে নিয়ে নাকি বেশ কিছু আপত্তিজনক মন্তব্যও করেন অনন্যা।

‘কল মি বে’ সিরিজ়ে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অনন্যা পাণ্ডে। সেই সিরিজ়ে রয়েছেন ওরিও। অনন্যা নাকি মোটেই চাননি তাঁর তথাকথিত বন্ধু ওরি কোনও ভাবেই এই সিরিজ়ে অভিনয় করুন। বিষয়টি নিয়ে বেশ হিংসেও করছিলেন অনন্যা। ওরির উপস্থিতিতে নাকি অনন্যা বেশ সন্ত্রস্ত থাকতেন। যদিও বলিউডে ভাল বন্ধু হিসাবেই তাঁরা পরিচিত।

ওরি সাক্ষাৎকারে বলেছেন, “‘কল মি বে’-র শুটিং করার সময় আমাদের মধ্যে বেশ বড় একটা সমস্যা হয়েছিল। তার পরে আমরা যদিও মিটমাট করে নিয়েছিলাম। আসলে ও আমাকে হিংসে করত। আমিও এই সিরিজ়ে রয়েছি, এই ব্যাপারটা নিয়ে অনন্যা নিরাপত্তাহীনতায় ভুগত। আমাকে নিয়ে খুব খারাপ কিছু মন্তব্য করেছিল। আমি তখন বলি, আমার উপস্থিতিতে অনন্যা পাণ্ডে ভয় পাচ্ছে? তার মানে আমি সঠিক পথে রয়েছি।”

এর সঙ্গে ওরি আরও বলেন, “অনন্যা আমার কাছে একজন অভিজ্ঞ অভিনেত্রী। ও তো ওই সিরিজ়ের নায়িকা। ও চাইলেই আমাকে বাদ দিয়ে দিতে পারত। তবে ও আমার উপস্থিতি নিয়ে ভয় পাচ্ছিল ও নিরাপত্তাহীনতায় ভুগছিল মানে আমি কিছু সঠিক কাজ তো করছি। ও আমাকে নিয়ে মোটেই খুশি ছিল না।” এক দিন নাকি সিরিজ়ের সেটে ওরির জন্য চটেও গিয়েছিলেন অনন্যা। প্রায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হতে হতে বেঁচেছিল সে দিন।

Ananya Panday Orry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy