Advertisement
E-Paper

দু’সপ্তাহ আগে মৃত্যু! পাকিস্তানে প্রতিরক্ষা দফতরের আবাসন থেকে উদ্ধার অভিনেত্রীর নিথর দেহ

ওই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা। চলতি বছরের শুরু থেকে ফ্ল্যাটের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১১:০১
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যমৃত্যু।

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যমৃত্যু। ছবি: সংগৃহীত।

পাকিস্তানে প্রতিরক্ষা দফতরের আবাসনের ভিতর থেকে উদ্ধার হল এক অভিনেত্রীর মৃতদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অন্তত দু’সপ্তাহ আগে মৃত্যু হয়েছে তাঁর। বন্ধ দরজার ভিতরে দেহটি পচে-গলে গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, ওই মডেল-অভিনেত্রীর নাম হুমাইরা আসগর। করাচির প্রতিরক্ষা দফতরের আবাসনের (ডিফেন্স হাউসিং অথরিটি) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাঁর দেব। ৩২ বছর বয়সি অভিনেত্রী ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বলে খবর।

সে দেশের পুলিশ আধিকারিক সইদ আসাদ রজ়া পাক-সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পচাগলা অবস্থায় হুমাইরার দেহ উদ্ধার করা হয়েছে। ওই ফ্ল্যাটের মালিক মাসিক ভাড়া না পাওয়ায় ফ্ল্যাটটি অবিলম্বে খালি করে দেওয়ার অনুরোধ করেছিলেন হুমাইরাকে। কিন্তু কোনও প্রতিক্রিয়া না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালতের নির্দেশেই পুলিশ মঙ্গলবার দুপুর ৩টে ১৫মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভাঙতে হয় পুলিশকে। তার পরই হুমাইরার দেহ উদ্ধার হয়।

ফ্ল্যাটের সদর দরজা ভিতর থেকেই বন্ধ ছিল বলে জানিয়েছে পুলিশ। এমনকি ঝুলবারান্দার দরজাও বন্ধ ছিল ভিতর থেকেই। প্রাথমিক ভাবে তাই বাইরে থেকে কারও ঢোকার সম্ভাবনা নেই বলেই মনে করছে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে জানানো হয়নি। হুমাইরার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে ফরেন্সিক দল।

জানা যাচ্ছে, এই ফ্ল্যাটে একাই থাকতেন অভিনেত্রী। চলতি বছরের শুরু থেকে ফ্ল্যাটের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই কারণেই ফ্ল্যাটের মালিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। চলছিল মামলা। কিন্তু গত কয়েক দিনে হুমাইরার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি খোদ আদালতও। অভিনেত্রীর নিকট আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

মঞ্চ ও ছোট পর্দার চেনা মুখ ছিলেন হুমাইরা। তা ছাড়াও সমাজমাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও শরীরচর্চা নিয়ে কথা বলতেন তিনি। যদিও ২০২৪-এর ৩০ সেপ্টেম্বরের পরে ইনস্টাগ্রামে আর কিছু পোস্ট করেননি তিনি।

Pakistani Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy