নিজের দানা, নিজের পানি, তাই দিয়েই মহানন্দে ‘পার্টি’ করলেন নেটাগিরকরা। কোনও ক্ষোভ নেই, বরং এমন কিপটের মতো ‘পরের ভরসায়’ পার্টি দিলেন যিনি, সেই পঙ্কজ ত্রিপাঠীকে ধন্যবাদ দিলেন প্রাণভরে। জানালেন ঢালাও শুভেচ্ছা।
সমাজমাধ্যমের অনুগামী সংখ্যায় তিরিশ লক্ষ ছাড়িয়েছে, ‘মির্জাপুর’-এর ‘কালীন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠীর। সেই আনন্দে এতটাই উৎফুল্ল হয়েছেন অভিনেতা যে অনুরাগীদের পার্টি দিয়েছেন। তবে এমন ভার্চুয়াল পার্টি নেটাগরিকরা আগে কখনও করেছেন বলে মনে হয় না। একটি ভিডিয়ো পোস্ট করে পঙ্কজ ভক্তদের বলেছেন, ‘আমি এই মাত্র জানতে পারলাম ইনস্টাগ্রামে আমার অনুগামী সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়েছে। তাই এই উপলক্ষে আপনাদের অনলাইনে পার্টি দিচ্ছে আমি'।
পার্টি যখন খাওয়া দাওয়া তো থাকবেই। অভিনেতাও সে ব্যাপারে কসুর রাখেননি। খাওয়ার জন্য হাওয়া আর পানের জন্য জল দিয়েছেন তিনি। অনুরাগীদের বলেছেন, ‘আমার তরফে দেওয়া এই পার্টিতে আপনারা এখনই যে যার রান্নাঘরে যাবেন এক গ্লাস জল খাবেন আর পাঁচ বার শ্বাস নেবেন প্রাণভরে'।
ভিডিয়োতে শ্বাস কী ভাবে নেবেন, তার সামান্য নমুনাও দেখিয়েছেন পঙ্কজ। তারপর এক গাল হেসে আরও এক বার শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের, তাঁর সঙ্গে থাকার জন্য, তাঁকে সঙ্গ দেওয়ার জন্য। অনুরোধ করেছেন, আগামী দিনে আরও বেশি সমর্থনের।
ত্রিপাঠীর ওই ভার্চুয়াল পার্টিতে হাজির ছিলেন অনেকেই। প্রিয় অভিনেতার আনন্দ দেখে খুশি হয়েছেন তাঁরাও। পঙ্কজের উৎসাহ দেখে কেউ লিখেছেন, ‘বাপরে পঙ্কজজি, একটু বেশিই উৎসাহিত দেখাচ্ছে আপনাকে’! চকিতে এসেছে জবাব, ‘কখনও সখনও আমিও একটু এক্সাইটেড হতে পারি’।
পার্টিতে হাজির ছিল একটি আন্তর্জাতিক অনলাইন সিনেমা দেখার প্ল্যাটফর্মও। ‘মির্জাপুর’-এর কালীন ভাইয়ার সংলাপের ঢঙে তারা লেখে, ‘৩০ লক্ষ অনুগামী হয়েছে, সেটা বড় কথা নয়, বড় কথা হল কার অ্যাকাউন্টে এত অনুগামী’! ফের জবাব দিয়েছেন অভিনেতা। ‘ঠিক বলেছ, এই জন্য এত ভালবাসি তোমাদের’।