গত সপ্তাহেই টিআরপি তালিকায় হয়েছিল বড় বদল। সেই একই ধারা বজায় থাকল এই সপ্তাহেও। ধারাবাহিক-প্রেমীদের জন্য বৃহস্পতিবারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, নম্বরের নিরিখে কে আগে, কে পরে তা জানা যায় এই দিনেই। গত সপ্তাহের মতো এই বৃহস্পতিবারেও টিআরপি তালিকার শীর্ষে ‘পরশুরাম আজকের নায়ক’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। গত সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম হওয়ার জন্য ধারাবাহিকের কলাকুশলীরা উদ্যাপন করেছিলেন।
টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’ ও ‘পরিণীতা’। দু’টি ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৬.২। চলতি বছরের শুরুর দিকে প্রায় টানা তিন মাস টিআরপি তালিকার শীর্ষে ছিল ‘পরিণীতা’। এই সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসেছে ‘রাঙামতী তিরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.১।

৬ নম্বর নিয়ে চতুর্থ স্থানে ‘ফুলকি’। বিয়ে সেরে সদ্য শুটিংয়ে ফিরেছেন অভিনেতা অভিষেক বসু। পর্দার খলনায়িকাই এখন তাঁর জীবনের নায়িকা। তাই পর্দায় তাঁদের রসায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’।
তালিকার ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘চিরসখা’। কমলিনী কি বিয়ে করবে? সেই অপেক্ষায় রয়েছে দর্শক। ‘চিরসখা’র প্রাপ্ত নম্বর ৫.১। তালিকায় অনেকটা উপরে উঠে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’। প্রাপ্ত নম্বর ৫। সপ্তম স্থানে রয়েছে মোট তিনটি ধারাবাহিক— ‘কথা’, ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। তিনটি ধারাবাহিকই পেয়েছে ৪.৯ নম্বর।