দিন কয়েক আগেই এক অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে অশালীন আচরণ করেন। পরে চাপে পড়ে ক্ষমা চাইতে হয়েছিল ভোজপুরী অভিনেতা এবং রাজনীতিবিদ পবন সিংহকে। সেই ঘটনা সাধারণ মানুষ ভোলার আগেই ফের নয়া কীর্তি। এ বার দ্বিতীয় স্ত্রীকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন তিনি! যার জেরে জ্যোতি সিংহের হুমকি, “বিষ খেয়ে মরব!”
সোমবার সকাল থেকে সমাজমাধ্যমে ভাইরাল জ্যোতির ভিডিয়ো। হাউহাউ করে কাঁদছেন আর বলছেন, “পবনের লখনউয়ের বাড়িতে ঢুকতে পারলাম না। আমাকে পুলিশ দিয়ে আটকানো হয়েছে! আবার থানায় নিয়ে যেতে চাইছে। এ রকম কিছু ঘটলে এই বাড়িতেই বিষ খেয়ে মরব। তখন যেন আমার শোকে কেউ মোমবাতি জ্বালাবেন না!” জ্যোতির কান্না, তাঁর বক্তব্য শুনে নড়ে বসেছে নেটাগরিকেরা।
আরও পড়ুন:
কী এমন হয়েছে যার জেরে এত বড় ঘটনা ঘটে গেল? জ্যোতির দাবি, তাঁর উপস্থিতিতে অন্য এক মহিলাকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছেন পবন। বাধা দেওয়ায় জ্যোতিকে নাকি খুনের চেষ্টাও করেছেন তাঁর স্বামী! এর পরেই তিনি অভিনেতা-রাজনীতিবিদের নামে থানায় লিখিত অভিযোগ জানান। কটাক্ষ করেন সমাজমাধ্যমে, যিনি নারীকে সম্মান করতে পারেন না তিনি নাকি সমাজসেবা করবেন! সেই কারণেই সম্ভবত স্ত্রীকে নিজের বাড়িতে ঢুকতে বাধা দিয়েছেন পবন। যদিও প্রশাসন এ কথা মানতে নারাজ। পুলিশের দাবি, আইনি সমস্যা না মেটা পর্যন্ত জ্যোতি কোনও ভাবেই পবনের বাড়িতে পা রাখতে পারবেন না।
জ্যোতি এ দিন কাঁদতে কাঁদতে আরও জানান, পবনকে জানিয়েই তিনি লখনউয়ের বাড়িতে গিয়েছিলেন। তার পরেও এই ব্যবহার পেতে হচ্ছে তাঁকে। যা তাঁর প্রাপ্য নয়। জ্যোতির প্রশ্ন, এখনও যদি তিনি ন্যায় না পান তা হলে আর কবে পান?