Advertisement
E-Paper

শাহরুখের সঙ্গে জোর লড়াই রিহানার! প্রকাশ্য প্রতিযোগিতায় আমেরিকার তারকাকে কী শেখালেন বাদশা?

সেরার শিরোপা শাহরুখের মাথাতেই থাকে। কিন্তু তাঁকে হারানোর বাজি নেন একজন। প্রকাশ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাতেন আমেরিকান পপ তারকা রিহানা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৬:০০
শাহরুখ ও রিহানার হাড্ডাহাড্ডি লড়াই।

শাহরুখ ও রিহানার হাড্ডাহাড্ডি লড়াই। ছবি: সংগৃহীত।

বলিউডের বাদশা তিনি। তাঁর সঙ্গে বাজি রাখার সাহস ক’জনই বা পান? কিন্তু সেই শাহরুখ খানকে হারানোর বাজি নিয়েছেন একজন। প্রকাশ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাতেন আমেরিকান পপ তারকা রিহানা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল!

ভিডিয়োটি গত বছর অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের। তাঁদের বিবাহবার্ষিকীতেই উঠে এল শাহরুখ ও রিহানার সেই ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, মানুষের ঢল ঘিরে রেখেছে দুই তারকাকে। এক দিকে রিহানা। আর তাঁর মুখোমুখি বলিউডের বাদশা। তাঁদের মধ্যে চলছে নাচের লড়াই। কে বেশি ভাল নাচেন— উঠে আসবে সেই লড়াই থেকে।

মানুষের ঢল থেকে কখনও উঠছে শাহরুখের জয়জয়কার! আবার কখনও রিহানার হয়ে গলা ফাটাচ্ছেন আর এক দল মানুষ। শেষ পর্যন্ত দেখা গেল, শাহরুখ তাঁর জনপ্রিয় গান ‘ছইয়া ছইয়া’র তালের সঙ্গে চেনা ভঙ্গিতে নাচতে শুরু করলেন। সেই দেখাদেখি চেষ্টা করতে শুরু করলেন আমেরিকার পপ তারকাও। তখন শাহরুখ নিজেই সেই গানের সঙ্গে নাচের ভঙ্গি শেখাতে লাগলেন রিহানাকে। এই দৃশ্যে মুগ্ধ মানুষ হই হই করে উঠলেন। তবে আর লড়াই নয়। একসঙ্গেই নাচতে শুরু করলেন দুই তারকা।

জামনগরে অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের এই ভিডিয়োয় মুগ্ধ দর্শক।

উল্লেখ্য, গত বছরের ১২ জুলাই চার হাত এক করেছিলেন অনন্ত ও রাধিকা। সেই বিয়ের প্রাক্-অনুষ্ঠানগুলি শুরু হয়েছিল প্রায় ছ’মাস আগে থেকে। বিয়ের আসরে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। বিবাহবার্ষিকী উপলক্ষে অনন্ত ও রাধিকাকে সমাজমাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছিলেন শাহরুখ।

Shah Rukh Khan Rihanna Anant Ambani Radhika Merchant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy