ওয়েব সিরিজ গেম অফ থ্রোনসের একটি দৃশ্যে এক বহুজাতিক কোম্পানির কফির গ্লাস দেখা গিয়েছিল। তা নিয়ে কম মিম তৈরি হয়নি। এবার একই রকম পরিস্থিতি তৈরি হল বিআর চোপড়ার তৈরি ১৯৮৮ সালের মহাভারত নিয়ে। কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে, ভীষ্মের পিছনে বসানো রয়েছে একটি কুলার।
বেশ কয়েকটি টুইটার হ্যান্ডলে ছবিটি পোস্ট হয়েছে। ছবি দেখলে এক ঝলকে মনে হবে, সত্যিই পিছনে একটি কুলার রাখা আছে। কুলারের সামনে যে জালের মতো অংশ থাকে ঠিক সেই রকম। যা নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই ভেবেছেন, গরমে শুটিং চলছিল। সেই সময় হয়তো অভিনেতাদের জন্য কুলারের ব্যবস্থা করা হয় সেটে। ক্যামেরা অন করার আগে সেটি সরাতে ভুলে গিয়েছেন। আর তা এডিট করে বাদ দেওয়াও হয়নি। সেই ভুল ধরা পড়ে নেটাগরিকদের নজরে।