কোভিড আক্রান্ত অভিনেত্রী পূজা বেদী। কিন্তু করোনার একটি প্রতিষেধকও নেননি তিনি। নিজের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার প্রতি বিশ্বাস রেখে এই সিদ্ধান্ত নিয়েছিলেন পূজা। ইনস্টাগ্রামে ভিডিয়ো করে সে কথা জানালেন ‘যো জিতা উওহি সিকন্দর’-এর অভিনেত্রী।
ভিডিয়োয় তিনি জানালেন, অ্যালার্জির কারণে সর্দি-কাশিতে ভুগছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছিল পূজার। কিন্তু জ্বর আসার পর তিনি করোনা পরীক্ষা করাতে যান। তার পরেই পরীক্ষার ফলাফল ইতিবাচক আসে। পূজার প্রেমিক এবং পরিচারিকাও করোনা আক্রান্ত হয়েছেন। পূজা জানালেন, সব রকম নিয়মবিধি মেনে চলছেন তিনি।