ফিসফাস ছিলই। বলিউডের আনাচে কানাচে কান পাতলে এতদিন শোনা যেত বাবা কবীর বেদির সঙ্গে তাঁর বান্ধবী পরভিন দুসাঞ্জের সম্পর্ক মন থেকে মেনে নেননি কবীর-কন্যা পূজা বেদি। কেউই মুখ খোলেননি প্রকাশ্যে। কিন্তু বাবার চতুর্থবারের বিয়ে সব বাঁধন ভেঙে দিল। বাবার বিয়েতে যে তিনি একেবারেই খুশি নন তা পূজার করা টুইটেই পরিষ্কার।
একটি টুইটে পরভিনকে ‘শয়তান সত্-মা’ বলেছেন পূজা। টুইটের বিষয়টি নজরে আসতেই হইচই শুরু হয়ে যায়। পরে অবশ্য নিজেই মুছে দেন বিতর্কিত টুইটটি।
টুইটে পূজা লেখেন, “প্রত্যেক পরীর গল্পেই একটি শয়তান ডাইনি বা দুষ্টু সত্-মা থাকে। আমার জীবনেও তিনি প্রবেশ করেছেন।” নাম না করলেও ইঙ্গিতেই পরিষ্কার পরভিনকেই শয়তান বলেছেন পূজা। এই টুইটটি মুছে দিয়ে পরে লেখেন “আগের টুইটটি মুছে দিয়েছি। ভালই হবে সব, এই আশা রইল। বাবাকে অভিনন্দন।”