Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ইউনিসেফের সম্মান প্রিয়ঙ্কাকে

ইউনিসেফের ‘গার্ল আপ’ ক্যাম্পেনের সঙ্গেও সক্রিয় ভাবে যুক্ত প্রিয়ঙ্কা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০১৯ ০১:৩০
Share: Save:

মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য অনেক দিন ধরেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন প্রিয়ঙ্কা চোপড়া। গত মাসে এই কাজের জন্যই ইথিওপিয়া গিয়েছিলেন তিনি। তাঁর কাজের জন্যই এ বার বিশেষ সম্মান দেওয়া হচ্ছে প্রিয়ঙ্কাকে। অভিনেতা ও সমাজসেবী ড্যানি কায়ের নামে ‘ড্যানি ক্যায়ে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে প্রিয়ঙ্কাকে।

ডিসেম্বরে স্নোফ্লেক বল-এ ইউনিসেফের আমেরিকান চ্যাপ্টারের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে তাঁকে। বুধবার টুইটারে এই খবর জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

ইউনিসেফের ‘গার্ল আপ’ ক্যাম্পেনের সঙ্গেও সক্রিয় ভাবে যুক্ত প্রিয়ঙ্কা। এ ছাড়া অনেক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করেন তিনি। সচেতনতামূলক কাজের পাশাপাশি শিশুদের বিনোদনও দেন দেশি গার্ল।

শিশুদের সঙ্গে প্রিয়ঙ্কা

বিভিন্ন দেশের দরিদ্র শিশুদের সঙ্গে আলাপের সময়ে নিজের ছবির গানে নেচে তাঁদের সঙ্গে অনাবিল আনন্দও ভাগ করে নেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো তিনি পোস্টও করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Priyanka Chopra bollywood Celebrities UNICEF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE