‘আয় খুকু আয়’। প্রথম দেখা হল টলিপাড়ার বাবা-মেয়ের সঙ্গে। প্রকাশ পেল জিৎ প্রযোজিত, শৌভিক কুন্ডু পরিচালিত ছবির চরিত্রগুলির প্রথম চেহারা। বাবার চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া রায়।
গোলাপি এবং সাদা চেক চেক শার্টে প্রসেনজিৎ এবং সবুজ সালোয়ার পরে দিতিপ্রিয়া। প্রসেনজিতের মাথার সামনে চুল নেই। গালে অগোছালো কাঁচা-পাকা দাঁড়ি। নীচে রংচটা ধুতি। দিতিপ্রিয়ার মাথায় মাঝে সিঁথি করে চুল পেতে আঁচড়ানো।