Advertisement
E-Paper

প্রসেনজিতের সঙ্গে আবারও জুটিতে, নিজের হাতে নায়ককে ইলিশ-চিংড়ি রেঁধে খাওয়াবেন ঋতুপর্ণা

প্রসেনজিৎ-ঋতুপর্ণা এক বাড়িতে। নায়ককে নিজে হাতে রেঁধে রকমারি পদ পরিবেশন করছেন নায়িকা! ব্যাপার কী?

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫৮
Image Of Rituparna Sengupta, Prosenjit Chatterjee

ঋতুপর্ণা সেনগুপ্ত খাওয়াবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে? ছবি: সংগৃহীত।

টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিয়ো। বাইরে থেকে স্টুডিয়ো যেমন ছিল, তেমনই রয়েছে। ভিতরে পা রাখতেই চমক! এক বনেদি বাড়ির অন্দরমহলের সেট। সাজসজ্জা থেকে দেওয়ালের রং, সবেতেই আভিজাত্যের ছোঁয়া। কী হচ্ছে সেখানে? জানতে আনন্দবাজার অনলাইন পৌঁছে গিয়েছিল সেটে। পায়ে পায়ে অন্দরে যেতেই চোখে পড়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। এখানেই নাকি বৃহস্পতিবার আসবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত। নায়িকা নিজের হাতে ইলিশ-চিংড়ি মাছ রেঁধে খাওয়াবেন নায়ককে!

নিজের বাড়িতে নয়, সেটে প্রসেনজিৎকে খাওয়াবেন ঋতুপর্ণা! কেন? তখনই ফাঁস, জুটি বেঁধে তাঁরা ৫০টি ছবি করলেও কোনও দিন বিজ্ঞাপনী ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। এ বার সেটিও ঘটতে চলেছে। এক বিজ্ঞাপনী সংস্থার রান্নার তেলের প্রচার ছবিতে প্রথম জুটি বাঁধবেন নায়ক-নায়িকা। চলবে খাওয়াদাওয়া। সৌজন্যে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা। স্টুডিয়ো জুড়ে বনেদি বাড়ির সেট বানিয়েছেন আনন্দ আঢ্য। ক্যামেরায় প্রতীপ মুখোপাধ্যায়। পরিচালনায় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদিও বিষয়টি নিয়ে এখনই আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুলতে নারাজ পরিচালক জুটি।

আরও জানা গিয়েছে, গোটা দিন ধরে চলবে শুটিং। সামনেই পুজো। উৎসবে বাঙালির রসনাতৃপ্তি একটা বড় ব্যাপার। রন্ধনে আত্মার বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, খবর এমনই। ইলিশ-চিংড়ি ছাড়াও সে দিন বুম্বাদাকে সাজিয়ে দেওয়া হবে খাঁটি বাঙালি খানা। লুচি, আলুর দম থেকে পোলাও, পাঁঠার মাংস— কিচ্ছু নাকি বাদ যাবে না! টলিপাড়ায় শোনা যায়, প্রসেনজিৎ নাকি কিছুই খান না! শশা আর টক দই ছাড়া। টলিউড ‘ইন্ডাস্ট্রি’ কি ওই দিনও শুধুই দৃষ্টিভোজ দিয়ে সেরে দেবেন? উত্তর সময়ের হাতে।

Ad Film Shooting Prosenjit Chatterjee Rituparna Sengupta Nandita Roy Shiboprosad Mukherjee Windows Productions
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy