৩৫ বছরের অভিনয় জীবনে অগুনতি অনুরাগিনী তাঁর! আজও বহু তরুণীর হৃদস্পন্দন দ্রুত হয় তাঁর চাউনিতে। ঠোঁট চাপা হাসিতে। এই মধ্যবয়সেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেমিকার সংখ্যা রোজই বাড়ছে। শুক্রবার সেই তালিকাতেই নতুন সংযোজন। অভিনেতা নিজে জানিয়েছেন, আপাতত নতুন প্রেমিকা তাঁর সবটা জুড়ে। ইতিমধ্যেই তিনি নাকি প্রেমিকার থেকে বিয়ের প্রস্তাবও পেয়েছেন!
শুধু প্রেমিকার কথা শুধু জানিয়েই ক্ষান্ত হননি প্রসেনজিৎ। তাঁকে সটান নিয়ে এসেছেন অনুরাগীদের সামনে। ইনস্টাগ্রামে দুটো ছবি। একটিতে ‘অমর প্রেম’-এর ‘সাগর’-এ ডুব দিয়েছেন তাঁর বাস্তব-নায়িকা। তাঁর বুকে মাথা দিয়ে। অন্যটিতে, দু’জনেই হাসছেন প্রাণখুলে। ছবি দিয়ে অভিনেতা অকপট— ‘দু’বছর আগেই তার চোখের তারায় দেখেছিলাম আমার সর্বনাশ। উজ্জ্বল দু’টি চোখ তুলে সে বুঝিয়ে দিয়েছিল, আমায় সে গভীর ভালবাসে।’ দু’বছরে সেই প্রেম আরও গাঢ়। সেই প্রিয়া আরও অনায়াস। দ্বিধাহীন ভাবে তাই প্রেমিককে জানিয়েছে, ‘তুমিই আমার স্বপ্নের রাজপুত্র। তোমায় বিয়ে করতে চাই!’