পঞ্জাবি সঙ্গীতদুনিয়ায় আবার শোকের ছায়া। রাজবীর জওয়ান্দার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুঃসংবাদ। প্রয়াত আরও এক পঞ্জাবি সঙ্গীতশিল্পী, গুরমীত মান। গান গাওয়ার পাশাপাশি তিনি গীতিকার, সুরকারও ছিলেন।
পঞ্জাবের সঙ্গীত ও সংস্কৃতিতে গুরমীতের অবদান অনস্বীকার্য। গানের পাশাপাশি অভিনয় ও প্রযোজনাতেও অবদান আছে তাঁর। এক সময় গুরমীত পঞ্জাব পুলিশেও চাকরি করেছেন। প্রীত পায়েল ও গুরমীতের যুগলবন্দি পঞ্জাবের লোকগীতিকে নতুন প্রাণ দিয়েছে বলে মনে করেন শ্রোতারা। গায়কের মৃত্যুর খবর প্রকাশ্যে এলেও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে জানা যায়নি।
আরও পড়ুন:
গত, ৮ অক্টোবর রাজবীরের মৃত্যুর খবর মেলে। শোকস্তব্ধ হয়ে পড়েন অনুরাগীরা। গুরুতর পথদুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত হেরে যান জীবনযুদ্ধে। এই ঘটনার দিন দুয়েকের মধ্যেই গুরমীতের মৃত্যুর খবরে শোকাহত পঞ্জাবি সঙ্গীতপ্রেমীরা। ‘বোলিয়াঁ’, ‘বোলি ম্যায় পবন’, ‘কাকে দিয়াঁ পুরিয়াঁ’র মতো একাধিক বাণিজ্যসফল গান আছে গুরমীতের ঝুলিতে।