সবে এক বছর পার হয়েছে বিয়ের। এরই মধ্যে নাকি সুস্মিতা সেনের ভাই রাজীব সেন এবং স্ত্রী চারু অসোপার সংসারে জোর অশান্তি, বলিউড সূত্রে খবর এমনটাই। ঝামেলা নাকি দিন দিন এতই বাড়ছে যে শোনা যাচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা।
ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস আগেই। হঠাৎ করেই খবর আসে, চারু এবং রাজীব নাকি আলাদা থাকতে শুরু করেছেন। রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হেসে উড়িয়ে দিয়ে বলেন, কাজের জন্য আলাদা থাকছি ঠিকই, কিন্তু সম্পর্ক ঠিকই আছে।
তবে খটকা লাগে ফ্যানেদের। দু’জনের ইনস্টাগ্রাম ঘেঁটে দেখা যায়, নিজেদের এক সঙ্গে ছবি মুছে দিয়েছেন দু’জনেই। শুধু তাই নয়, নিজের নামের থেকে সেন পদবীও সরিয়ে দিয়েছেন চারু। তা হলে?