দিল্লির রাস্তা থেকে পথকুকুরদের সরিয়ে নেওয়ার যে নির্দেশ শীর্ষ আদালত দিয়েছে তার পক্ষে পরিচালক রামগোপাল বর্মা। এই রায় নিয়ে দেশের বেশ কিছু শহরে নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যার মধ্যে কলকাতা অন্যতম।। পথকুকুদের অধিকার রক্ষার্থে পথে নেমেছে কলকাতার নাগরিক সমাজ। এ বার সকল কুকুরপ্রেমীদের ‘মাথামোটা’ তকমা দিলেন রামগোপাল। তিনি এও জানান, অনেকেই হয়তো ভাববেন, তিনি কুকুরবিদ্বেষী। তবে পথকুকুরেরা যে ভাবে কামড়াচ্ছে আশপাশের নাগরিক ও শিশুদের, সেটা তাঁকে ভাবিয়ে তুলেছে বলে তিনি জানান।
আরও পড়ুন:
রামগোপাল তাঁর এক্স হান্ডলে ক্ষোভ জানিয়ে লেখেন, ‘‘আট কোটি কুকুরের টিকাকরণ করানো বৈঠকখানায় বসে শুনতে ভাল লাগে। আর টিকাকরণ করলেই তাঁরা যে ভদ্র হয়ে যাবে তেমনটা নয়। যাঁরা পথকুকুরদের জন্য কেঁদে ভাসাচ্ছেন তাঁরাই বাড়িতে বিদেশি কুকুর পোষেন। তাই কুকুরপ্রেমীরা বিদেশি কুকুর ছেড়ে পথকুকুরদের দত্তক নিয়ে দেখুন না!’’ রামগোপাল জানান, তিনি