এ বছরটা যেন শুধুই উতরাই দেখেছে রণবীর-আলিয়া। ঋষি কপূরের চলে যাওয়া, সোশ্যাল মিডিয়ায় আলিয়াকে ধর্ষণের হুমকি, মহেশ ভট্টের সঙ্গে রিয়া চক্রবর্তীকে জড়িয়ে একের পর এক কদর্য মিম, ট্রোল, ‘সড়ক ২’-এর মুখ থুবড়ে পড়া---- এ সব কিছুর ধাক্কা কাটিয়ে উঠে লাইমলাইট থেকে সরে এসে আড়ম্বরহীন উৎসব পালনের মধ্যেই আনন্দের সন্ধান করেছেন রণবীর ও আলিয়া।
আলোর উৎসব একসঙ্গে কাটালেন এই জুটি । দু’জনে এ বছর নায়িকার বাড়িতে সেজেগুজে ছবি তুললেন তাঁর কর্মচারীদের সঙ্গে। সারা বছর যাঁরা পাশে থেকে সাহায্য করেন, সেই মানুষগুলির সঙ্গে কাটানো খুশির মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি করে উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুললেন বলিউডের এই হেভিওয়েট জুটি।
রণবীরের পরনে লাল পাঞ্জাবি, কপালে পুজোর টিকা। আলিয়া কালো সালোয়ার কামিজ, অল্প মেকাপ আর ছোটো কালো টিপে সহজ সুন্দরী। দু’জনে দুপাশে দাঁড়িয়ে নিত্যদিনের সঙ্গী বাড়ির এক কর্মচারীকে মধ্যমণি করে ছবি তুললেন । ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি হাসছেন তিনজনেই। এরপর আরও এক কর্মচারীর সঙ্গেও ফ্রেমবন্দি হন রণবীর। এই সব ছবি বলিউডের এক নাম করা পাপারাৎজির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা হয়েছে।