Advertisement
E-Paper

আব্রামের পাত্রী নাকি এখনই ঠিক হয়ে গিয়েছে…!

রানির ইচ্ছে, সলমন খানের মেয়ের সঙ্গে ভবিষ্যতে বিয়ে হোক শাহরুখ খানের ছেলে আব্রামের। সম্প্রতি একটি শো-এ গিয়ে নিজের এই ইচ্ছে প্রকাশ করেছেন নায়িকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৭
আব্রাম খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আব্রাম খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আব্রাম খানের বয়স মাত্র পাঁচ। তাতে আর কী বা যায় আসে? এখন থেকেই নাকি শাহরুখ পুত্রের ভবিষ্যতের পাত্রী ঠিক হয়ে আছে!

না! অবাক হবেন না। কারণ আব্রামের পাত্রী ঠিক করেছেন স্বয়ং রানি মুখোপাধ্যায়

চমকের এখানেই শেষ নয়। রানির ইচ্ছে, সলমন খানের মেয়ের সঙ্গে ভবিষ্যতে বিয়ে হোক শাহরুখ খানের ছেলে আব্রামের। সম্প্রতি একটি শো-এ গিয়ে নিজের এই ইচ্ছে প্রকাশ করেছেন নায়িকা।

‘দশ কা দম’ নামের ওই শো-এ এক সঙ্গে হাজির ছিলেন শাহরুখ-সলমন এবং রানি। রানির জন্য নাকি লুঙ্গি ডান্স পারফর্ম করেন দুই নায়কও। সেখানে শাহরুখ বলেন, আব্রাম নাকি একেবারে সলমনের মতো। প্রায় সব মেয়েকেই বিনা দ্বিধায় ‘আই লভ ইউ’ বলে খুদে। আর তাতেই হাসির রোল ওঠে।

আরও পড়ুন, দেবের কোন কাজ রিস্কি মনে হল কৌশানীর?

এর পরই বোমা ফাটান রানি। তিনি বলেন, ‘‘সলমন, আমি চাই তোমার একটা মেয়ে হোক। তোমার মেয়ে আর শাহরুখের ছেলে মানে আব্রামের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখতে চাই…।’’

Jab baat ho shaadi aur pyaar ki, toh aap jaa sakte hai Shaadi Mukherjee ke paas! Dekhiye aise hi masti bhare aur moments #DusKaDum ke #DhamakedaarFinale par, 8th - 9th September at 9:30 PM only on Sony! @whosunilgrover @beingsalmankha @iamsrk #RaniMukherjee

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial) on

(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)

AbRam Khan Shah Rukh Khan Bollywood Star Kid Celebrities Salman Khan রানি মুখোপাধ্যায় শাহরুখ খান সলমন খান Rani Mukerji আব্রাম খান
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy