আব্রাম খানের বয়স মাত্র পাঁচ। তাতে আর কী বা যায় আসে? এখন থেকেই নাকি শাহরুখ পুত্রের ভবিষ্যতের পাত্রী ঠিক হয়ে আছে!
না! অবাক হবেন না। কারণ আব্রামের পাত্রী ঠিক করেছেন স্বয়ং রানি মুখোপাধ্যায়।
চমকের এখানেই শেষ নয়। রানির ইচ্ছে, সলমন খানের মেয়ের সঙ্গে ভবিষ্যতে বিয়ে হোক শাহরুখ খানের ছেলে আব্রামের। সম্প্রতি একটি শো-এ গিয়ে নিজের এই ইচ্ছে প্রকাশ করেছেন নায়িকা।
‘দশ কা দম’ নামের ওই শো-এ এক সঙ্গে হাজির ছিলেন শাহরুখ-সলমন এবং রানি। রানির জন্য নাকি লুঙ্গি ডান্স পারফর্ম করেন দুই নায়কও। সেখানে শাহরুখ বলেন, আব্রাম নাকি একেবারে সলমনের মতো। প্রায় সব মেয়েকেই বিনা দ্বিধায় ‘আই লভ ইউ’ বলে খুদে। আর তাতেই হাসির রোল ওঠে।
আরও পড়ুন, দেবের কোন কাজ রিস্কি মনে হল কৌশানীর?
এর পরই বোমা ফাটান রানি। তিনি বলেন, ‘‘সলমন, আমি চাই তোমার একটা মেয়ে হোক। তোমার মেয়ে আর শাহরুখের ছেলে মানে আব্রামের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখতে চাই…।’’
(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)