Advertisement
E-Paper

‘কোন গোপনে মন ভেসেছে’-র সেট থেকে বিরক্তি প্রকাশ! কেন হাতজোড় করে ক্ষোভপ্রকাশ রণজয়-মিশমির?

ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হন রণজয় ও মিশমি। তার পরেই জল্পনা আরও ঘনীভূত হয়।

Ranojoy Bishnu and Mishmee Das shares a video and gives an explanation about their relationship

রণজয় বিষ্ণু ও মিশমি দাস। ছবি-সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৪ ১৫:৫১
Share
Save

বহু দিন ধরেই জল্পনা, অভিনেতা রণজয় বিষ্ণু ও মিশমি দাস সম্পর্কে রয়েছেন। বিশেষ করে ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই এই জল্পনা আরও ঘনীভূত হয়। অবশেষে এই জল্পনায় জল ঢালতে নিজেরাই উদ্যত হলেন রণজয়-মিশমি।

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে রণজয় ও মিশমি জানান যে, পুরো বিষয়টি একটি গুজব মাত্র। রণজয় বলছেন, ‘‘বাধ্য হয়ে এই ভিডিয়োটা করছি। বেশ কিছুদিন ধরেই আমাকে ও মিশমিকে নিয়ে একটি খবর ছড়াচ্ছে যা আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে। আমাদের একটাই অপরাধ, বন্ধুর বিয়েতে একসঙ্গে খেতে গিয়েছিলাম। কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত কাটাছেঁড়া হয় বুঝি না। এই ভিডিয়োটা করে অনুরোধ করছি, আমাদের ছেড়ে দিন।’’

মিশমির প্রসঙ্গে রণজয় বলছেন, ‘‘আমাদের মানতেই হবে, এখনও সমাজে একটা মেয়েকে নিয়ে কোনও কথা বলা খুব সহজ। ওর একটা ব্যক্তিগত জীবন আছে। আমরা একসঙ্গে কাজ করি। এ সবের জন্য আমাদের বন্ধুত্বেও প্রভাব পড়ছে। বিভিন্ন লোকজন আমাকে আর মিশমিকে ফোন করে জিজ্ঞাসা করছে। এটা অনৈতিক। যে ভাবে এই খবর ছড়াচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে শুধু সহকর্মী ও বন্ধুত্বের সম্পর্ক আছে।’’

এই গোটা বিষয়টি নিয়ে মিশমিও বলছেন, ‘‘সব সময় কোনও খবর রটানোর আগে দয়া করে যাচাই করে নেবেন। কোনও প্রশ্ন থাকলে, সরাসরি আমাদের জিজ্ঞাসা করে নেবেন।’’

এই ভিডিয়োর ক্যাপশনে রণজয় ও মিশমি লিখেছেন, ‘‘আমাদের নিয়ে দয়া করে এমন গুজব ছড়াবেন না। হাতজোড় করে অনুরোধ করছি। আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেক বছরের পরিশ্রম আছে এই ভাবমূর্তির পিছনে। অনেক যত্ন করে লালন করেছি এই ভাবমূর্তি।’’

উল্লেখ্য, ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে এই মুহূর্তে একসঙ্গে অভিনয় করছেন রণজয় ও মিশমি।

Ranojoy Bishnu Mishmee Das

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}