‘মলহারি’ গানে নেচে তাক লাগিয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম।
এক জনের পরনে কোর্ট-প্যান্ট। আর এক জন লাল রঙের শাড়ি পরে। ডান্সফ্লোর মাতাচ্ছেন দু’জনেই। এক জন বাজিরাও, আর এক জন তাঁর মস্তানী।
সেই ভিডিয়োই এখন ভাইরাল নেটপাড়ায়। ‘মলহারি’ গানে নাচছেন বাজিরাও আর তাঁর মস্তানী। বাজিরাও-এর সেই নাচ তো আমরা দেখেইছি ছবিতে। কিন্তু মস্তানী অর্থাৎ দীপিকা পাড়ুকোন কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন। পরনে তাঁর শাড়ি। কিন্তু নাচের তালে শাড়ি কখনও তালগোল পাকিয়ে যাচ্ছে না দীপিকার। ডান্স ফ্লোরের সকলের চোখ তখন দীপিকা আর রণবীরের দিকে।
বিয়ে তো জমিয়েই দিয়েছেন ঈশা অম্বানী এবং আনন্দ পিরামল! জমিয়ে দিয়েছিলেন উদয়পুরে প্রি-ওয়েডিং সেলিব্রেশনও। আর সেই প্রি-ওয়েডিং সেলিব্রেশনেই নিজের গানে দীপিকাকে ডান্স ফ্লোরে টেনে নিয়ে এসেছিলেন রণবীর সিংহ।
এক কথায় ‘বিগ ফ্যাট ওয়েডিং’ যাকে বলে! ঈশা অম্বানী আর আনন্দ পরিমলের বিয়েও কিছুটা তাই। কে না ছিলেন সেই বিয়েতে। প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন থেকে কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব, বলিউড তারকা থেকে সৌদি আরবের ধনকুবেরের উপস্থিতিতে ঈশার বিয়ের আসর ছিল জমজমাট।
আরও পড়ুন: মমতা থেকে হিলারি, রজনীকান্ত থেকে দীপিকা, দেখুন ঈশা অম্বানীর বিয়ের অ্যালবাম
আরও পড়ুন: অম্বানী কন্যার গ্র্যান্ড রিসেপশন, এবার কী কী হতে চলেছে?
(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবরআমাদেরবিনোদনবিভাগে।)