প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যু সমাজের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল তাঁকে। মাদক-কাণ্ডে পুলিশি টানাহ্যাঁচড়া হয়েছে বিস্তর। সময় কেটেছে গরাদের ওপারে। নাম জড়িয়েছিল আরিয়ান-কাণ্ডেও। দুঃস্বপ্নের দিনগুলো পেরিয়ে একটু একটু করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় রিয়া চক্রবর্তী। সে দিকেই আরও এক পা এগিয়ে গেলেন মডেল-অভিনেত্রী। মুম্বইয়ে নতুন ঠিকানার খোঁজ করতে দেখা গেল তাঁকে।
ভালবাসার মানুষকে হারানোর ব্যথা, পুলিশি টানাপড়েন এখন অতীত। দু’বছর বাদে এ বার নতুন বাড়ি ভাড়া খুঁজছেন রিয়া। বান্দ্রা এলাকায় বাড়ির সন্ধানে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। শোনা যাচ্ছে, ওই এলাকারই এক নতুন বহুতলের এগারো তলায় ফ্ল্যাট ভাড়া নিতে পারেন তিনি।