চোখে কালো রোদচশমা। পরনে গোলাপি বিকিনি। চার পাশে নীল নীল জল। ইনস্টাগ্রামে মোহময়ী রূপে ধরা দিলেন অনিল-কন্যা রিয়া কপূর। প্রযোজক রিয়ার এই ছবি পোস্ট করতেই লাইকের ছড়াছড়ি। শুধু ছবি নয়, ক্যাপশনেও নেটাগরিকদের মন টানলেন তিনি। জানান, এই ছবিটা তিনি বেশি এডিট করেননি। কারণ, সিদ্ধান্ত নিয়েছেন, আরও বড় হবেন, মোটা হবেন। মজার ছলে লিখেছেন, ‘পাস্তা খেয়েছি। মিথ্যে বলছি না।’