Advertisement
E-Paper

‘বাড়িতে বন্দুক কিনতে হবে, ভারতে আছি’, মেয়ের জন্মের পর কোন আশঙ্কায় ভুগছেন রিচা

মেয়ের জন্মের খবর শুনে খুশি হওয়ার বদলে প্রথমে বড্ড ভয় পেয়ে যান রিচা। মেয়ের জন্য খেলনা নয়, মনে হয়েছিল বন্দুক কিনতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ২১:০২
Richa Chadha said She was Scared about Having A Daughter because actress told she Live In India, Have To Buy A Gun

কেন ভয়ে ভয়ে আছেন রিচা? ছবি: সংগৃহীত।

২০২৪ সালের ১৬ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। গত বৃহস্পতিবার ছিল মেয়ে জুনেইরার জন্মদিন। রিচার মা হওয়ার এক বছর পূর্তি। একরত্তি তাঁর জীবনে আসার পর যেন আদ্যোপান্ত বদলে গিয়েছে জীবনটাই। মেয়ের জন্মের খবর শুনে খুশি হওয়ার বদলে প্রথমে বড্ড ভয় পেয়ে যান রিচা। মেয়ের জন্য খেলনা নয়, মনে হয়েছিল বন্দুক কিনতে হবে।

সারা বিশ্ব জুড়ে অনেক কিছু হচ্ছে। কোথাও আবহওয়ার পরিবর্তন, আবার কোথাও শিশুদের উপর বোমা বিস্ফোরণ। সব দেখে খানিক ঘাবড়ে যান তিনি। এ ছাড়াও রিচার একটা উদ্বেগের জায়গা ছিল মেয়ের ভারতে জন্মগ্রহণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘‘আমি একটু ভয় পেয়েছিলাম। এই পৃথিবীতে জলবায়ু পরিবর্তন হচ্ছে, গণহত্যা চলছে, পৃথিবীতে এত আবর্জনা। সন্তান নেওয়া কি আদৌ সঠিক চিন্তা? যখন আপনি খুব স্বাধীন হন, তখন সেই বিষয়গুলো মাথায় ভিড় করে। কারণ, আপনাকে অন্য একটা মানুষের জন্য দায়িত্বশীল হতে হয়। অন্তত প্রথম ছ’মাস শিশুর একমাত্র খাবারের সরবরাহের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকাটা একটা বড় অঙ্গীকার। প্রাথমিক ভাবে ভয় পেয়েছিলাম। আমি ভাবছিলাম, হে ভগবান, আমার জীবন কি শেষ হয়ে যাবে?’’

অভিনেত্রী জানান তাঁর আরও ভয় ছিল মেয়ের সুরক্ষা নিয়ে। কারণ, তার জন্ম হয়েছে ভারতে। হাসতে হাসতে রিচা বলেন, ‘‘আমার মেয়ের ভারতে জন্ম হয়েছে, প্রথমে মনে হয়েছিল বন্দুক কিনতে হবে। যদিও পরে অবশ্য ভাবি যে, না এ সব দরকার নেই। মেয়েকে আমার মতো দৃঢ়চেতা বানাব।’’

Richa Chadha Ali Fazal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy