
রণবীর এবং নিতু কপূরও কি করোনায় আক্রান্ত?

বচ্চন পরিবারের কোভিড রিপোর্ট পজিটিভ। অনুপম খেরের বাড়িতেও করোনার হানা। কপূর পরিবারেও কি এন্ট্রি নিল এই ভাইরাস?
শনিবার অমিতাভ বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিতু-রণবীরের করোনা পজিটিভ হওয়ার ‘খবর’ ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। নেটাগরিকদের একাংশ আবার তাঁদের করোনা আক্রান্ত হওয়ার পিছনে নানা কারণও খুঁজে বার করতে থাকেন।
দিন কয়েক আগে নিতু কপূরের ৬২তম জন্মদিনের ঘরোয়া পার্টিতে আমন্ত্রিত ছিলেন কর্ণ জোহর, আলিয়া ভট্ট-সহ কপূর ঘনিষ্ঠরা। মেয়ে রিধিমা এবং ছেলে রণবীরই আয়োজন করেছিলেন সেই হাউজ পার্টি। খবর রটে সেই পার্টিতে নাকি উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের নাতি এবং শ্বেতা নন্দার একমাত্র ছেলে অগস্ত্য। সেখান থেকেই নাকি করোনা আক্রান্ত হয়েছেন নিতু-রণবীর।
আরও পড়ুন- বচ্চন পরিবারের ‘হাই রিস্ক কনট্যাক্ট’-এ থাকা ২৬ জন ব্যক্তির করোনা রিপোর্ট প্রকাশ্যে
আর এরই পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রিধিমা। সেখানে তিনি স্পষ্ট লেখেন, “সবই কি প্রচারে আসার চেষ্টা? আগে সত্যি যাচাই করুন। আমরা সবাই সুস্থ আছি। ফিট আছি.” এ দিকে অগস্ত্যারও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আর তাতেই কিছুটা স্বস্তিতে কপূর ফ্যানেরা।
আরও পড়ুন- স্টুডিয়ো থেকে অভিষেকই কি বয়ে নিয়ে এলেন সংক্রমণ?
শুধু নিতু-রণবীরই নন, গতকাল রটে গিয়েছিল হেমা মালিনীও নাকি করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। তিনি নাকি ভর্তি রয়েছেন হাসপাতালেও। হেমা এবং মেয়ে এষা দু’জনেই জানান, ভুয়ো খবর। তাঁদের পরিবারের সবাই ভাল আছেন, সুস্থ আছেন।