বচ্চন পরিবারের কোভিড রিপোর্ট পজিটিভ। অনুপম খেরের বাড়িতেও করোনার হানা। কপূর পরিবারেও কি এন্ট্রি নিল এই ভাইরাস?
শনিবার অমিতাভ বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিতু-রণবীরের করোনা পজিটিভ হওয়ার ‘খবর’ ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। নেটাগরিকদের একাংশ আবার তাঁদের করোনা আক্রান্ত হওয়ার পিছনে নানা কারণও খুঁজে বার করতে থাকেন।
দিন কয়েক আগে নিতু কপূরের ৬২তম জন্মদিনের ঘরোয়া পার্টিতে আমন্ত্রিত ছিলেন কর্ণ জোহর, আলিয়া ভট্ট-সহ কপূর ঘনিষ্ঠরা। মেয়ে রিধিমা এবং ছেলে রণবীরই আয়োজন করেছিলেন সেই হাউজ পার্টি। খবর রটে সেই পার্টিতে নাকি উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের নাতি এবং শ্বেতা নন্দার একমাত্র ছেলে অগস্ত্য। সেখান থেকেই নাকি করোনা আক্রান্ত হয়েছেন নিতু-রণবীর।