অসুস্থ হয়ে নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা ঋষি কপূর। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী শ্বাসকষ্টের সমস্যা নিয়েই ভর্তি হয়েছেন তিনি।
ঋষির দাদা রণধীর কপূর এক সংবাদ সংস্থাকে বলেন, “ওর শরীর ভাল যাচ্ছিল না। কিছু সমস্যা দেখা দিয়েছিল। সে জন্যই বুধবার সকালে ওকে হাসপাতালে ভর্তি করা হয়।” রণধীর আরও জানান, এই মুহুর্তে ঋষির অবস্থা স্থিতিশীল। তবে সত্যিই শ্বাসকষ্টের কারণে তাঁকে ভর্তি করা হয়েছে কিনা সে ব্যপারে মুখ খোলেননি রণধীর।
এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ভাইরাল ফিভারের জন্য ঋষিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও দিন কয়েকের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।