Advertisement
১১ মে ২০২৪
Roshan Singh

‘আমার ইমেজ নষ্ট করতে ফেক প্রোফাইল তৈরি হচ্ছে’, বিস্ফোরক রোশন

ইতিমধ্যেই প্রোফাইলটি ৯২ জনকে ফলো করছিল এবং ফলোয়ারের সংখ্যা ছিল ১৩।

রোশন সিংহ।

রোশন সিংহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৪:২৩
Share: Save:

প্রোফাইল পিকচারে জ্বলজ্বল করছে তাঁর হাসিমুখ। অ্যাকাউন্টের ‘বায়ো’ দাবি করছে, এটি তাঁর ব্যক্তিগত ব্লগ। অথচ এ সবের বিন্দুবিসর্গ ধারণা ছিল না স্বয়ং রোশন সিংহের।

নিজের নামে ইনস্টাগ্রামে ভূয়ো প্রোফাইল নজরে আসার পরেই, সকলকে সাবধান করে দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী। বুধবার রাতে ইনস্টাগ্রামে নকল প্রোফাইলটির স্ক্রিনশট শেয়ার করেন তিনি। তারপর সেটিকে ফলো না করার অনুরোধ করেন। বলেন, ওই প্রোফাইলটি সম্পর্কে রিপোর্ট করার জন্যও।

দেখা গিয়েছে, ইতিমধ্যেই প্রোফাইলটি ৯২ জনকে ফলো করছিল এবং ফলোয়ারের সংখ্যা ছিল ১৩। কে বা কারা এই কাজ করতে পারে, সে বিষয়ে যদিও সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি কিছু জানাননি রোশন। তাঁর কথায়, “আমি জানি আমাকে বদনাম করার জন্য এই কাজটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে। আকাউন্টটা খোলার পরেই আমাকে ব্লক করে দেওয়া হয়। অনেককে অনেক অশ্লীল মেসেজও পাঠানো হয়েছে প্রোফাইলটি থেকে।” তবে রোশন মনে করেন, এ ভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করা সম্ভব নয়।

A post shared by Singh Roshan (@singhroshan399)

শ্রাবন্তীর সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসতেই শিরোনামে রোশন। শোনা যাচ্ছিল, পুজোর সময় থেকেই আলাদা থাকছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রছন্ন কাজিয়া সেই জল্পনার আগুনই আরও বাড়িয়ে তুলেছিল। এরপর আনন্দবাজার ডিজিটালের এক সাক্ষাৎকারে রোশন নিজেই জানিয়েছিলেন, স্ত্রীর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। অন্য দিকে, শ্রাবন্তীর একমাত্র সন্তান অভিমন্যুও পরোক্ষ ভাবে রোশনের দিকে ছুঁড়ে দিয়েছেন কটাক্ষের তির। সব মিলিয়ে বলা যায়, নতুন বছরেও বিতর্ক পিছু ছাড়ছে না রোশনের।

আরও পড়ুন: অমিতাভ-কন্যাকে চিঠি লিখতেন আমির, অতীত কিস্‌সা সামনে আনলেন অভিষেক

আরও পড়ুন: পরিসর-আয়তনে ছোট হলেও, বাংলার মঞ্চে ফিরেছেন তারকা ও শিল্পীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Roshan Singh Srabanti Chatterjee Actor Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE