রোশন সিংহের জিমে হাজির যশ দাশগুপ্ত। দুই ‘বন্ধু’একসঙ্গে শরীরচর্চাও করলেন । ওয়ার্ক আউট সেশন শেষে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ালেন তাঁরা। সেই ছবি রোশন পোস্ট করলেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। পোস্টের বিবরণীতে লিখলেন, “বন্ধুরা যখন ওয়ার্ক আউটের জন্য এসে উপস্থিত হয়।” রোশনের পোস্টটি যশ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
রোশনকে দেখা গেল কালো টি-শার্ট এবং ডেনিমে। তবে যশ ট্র্যাক স্যুটে মাসল শো-অফ করে মহিলা অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছেন।
রোশনের পোস্টের খানিক আগেই স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতবাহী স্টোরি পোস্ট করেছিলেন। যার সারমর্ম, যাকে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে নিয়ে চিন্তা না করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।