প্রয়াত ভাইয়ের স্মৃতিকে জীবিত রাখতে নিজের নাম পরিবর্তন করলেন সাজিদ খান। সুরকার জুটি সাজিদ-ওয়াজিদের নাম অপরিবর্তিত রাখতেই এই সিদ্ধান্ত। সাজিদ এখন ‘সাজিদ খান’ নন, ‘সাজিদ ওয়াজিদ’।
গত বছর ১ জুন কিডনি সংক্রান্ত সমস্যার কারণে মৃত্যু হয় ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’র সুরকার জুটির ছোট ভাই ওয়াজিদ খানের। তার পর থেকে একা হয়ে গিয়েছেন সাজিদ। জুটির নামটাই যেন অস্তিত্ব হারিয়ে ফেলেছে। কিন্তু নিজের জীবদ্দশায় এমনটা চান না বলে জানালেন সাজিদ। আর সেই সমস্যার সমাধান হিসেবে নিজের নাম বদলে ফেললেন সুরকার।
সুরকারের কথায়, ‘‘আমি চাই না, মানুষ আমাকে সাজিদ খান হিসেবে চিনুক। তাই নামের শেষাংশ বদলে ‘ওয়াজিদ’ করে নিয়েছি। এতে সবাই আমাকে সাজিদ ওয়াজিদ হিসেবেই চিনবে। আর আমার ভাইয়ের নামটা চিরকাল জীবিত থাকবে।’’