তিনি বলিউডের সুপারস্টার সলমন খান। এ হেন সুপারস্টাদেরভক্তকূল ছাড়াও বন্ধুবান্ধবদের সংখ্যাটাও নেহাতই কম হয় না। কিন্তু সকলেই তো আর সমান বিশ্বস্ত হয় না। সবাইকে নিজের খুব কাছের ভাবাটাও সব সময় সম্ভব নয়। কাকে তিনি সবচেয়ে কাছের বন্ধু মনে করেন, তা জানিয়ে দিলেন ভক্তদের। সেই বন্ধুর সঙ্গে ভাল সময় কাটানোর ছবিও প্রকাশ করলেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
নিজের কাছের সেই বন্ধুর সঙ্গে সময় কাটানোর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়েছে সেটি। ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই ১০ লক্ষেরও বেশি লোক লাইক করেছেন সেই ছবিটিতে।
সেই ছবিতে দেখা যাচ্ছে, নিজের ভাল বন্ধুর কাঁধে হাত রেখে ছবি তুলেছেন সলমন। তার পর সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নিজের সবথেকে নিঃস্বার্থ, বিশ্বস্ত ও ভালবাসার বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছি।’ পছন্দের অভিনেতার প্রিয় বন্ধুকে দেখতে সলমন ভক্তরা আকুল হবেন সেটাই তো স্বাভাবিক।
Spending time with the most loving, loyal and selfless species.
আরও পড়ুন: ‘বাহুবলী’-র মতো ব্লকব্লাস্টারেও ছিল এতগুলো ভুল! আগে খেয়াল করেছেন?
আরও পড়ুন: বয়সের তফাতে বাধা নেই প্রেমে