গত কয়েক মাস ধরে বার বার সলমন খানের বিরুদ্ধে নানা ধরনের কুমন্তব্য করে গিয়েছেন ‘দবং’ পরিচালক অভিনব কাশ্যপ। শুধু সলমনই নয়, টেনে এনেছেন তাঁর পরিবারকেও। এত দিন মুখ খোলেননি ভাইজান। তবে আর চুপ থাকলেন না। ‘বিগ বস্’-এই নাম না করে দিলেন সপাট জবাব।
‘বিগ বস্ ১৯’-এর সপ্তাহান্তের পর্বে সরাসরি এই বিতর্কে মুখ খোলেন অভিনেতা। কৌতুকশিল্পী রবি গুপ্তার সঙ্গে কথা বলার সময় নাম না করে প্রশ্ন ছুড়লেন, পরিচালক কি এখন কাজ পাচ্ছেন না? সলমন বলেন, “আরও একজন ‘দবং’ আছেন। আমার সঙ্গে আমিরকেও (আমির খান) টেনে এনেছেন। গত সপ্তাহের অনুষ্ঠানে আমি এমনিই বলেছিলাম, ‘কাজ করুন ভাই। আপনার কথা শুনতে কেউ ইচ্ছুক নয়।’ আজ আবার প্রশ্ন করছি, ‘ভাই, কাজ পেয়েছেন কি’?”
এখানেই থামেননি তিনি। আরও বলেন, “আর সকলকে নিয়ে এত খারাপ কথা বলার পর, যাঁদের নাম নিয়ে বাজে মন্তব্য করছেন, তাঁরা কেউ আর কোনও দিন আপনার সঙ্গে কাজ করতে চাইবেন? এটুকু বুদ্ধি থাকা উচিত। নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। আর যখন আমি আপনাকে ছবির প্রস্তাব দিলাম, আপনি না বলে দিলেন।” সলমনের কথায়, এই বিপুল পরিমাণ কুমন্তব্য শুনে দুঃখ পেয়েছেন তিনি। তবে এখনও তাঁর বিশ্বাস, অভিনব খুবই প্রতিভাবান পরিচালক এবং তাঁর কাজে ফেরা উচিত।
আরও পড়ুন:
শুধু সলমন নয়, একাধিক বার অভিনবের নিশানায় এসেছেন সেলিম খানও। সলমনের গোটা পরিবারকে নিয়েই কটূ মন্তব্য করেছেন তিনি। সলমনের মতে, এই সমস্ত কথা বলে নিজেকেই নিজে নষ্ট করছেন অভিনব। পর্দার চুলবুল পাণ্ডের কথায়, “যদি কারও পরিবারের পিছনে পড়তেই হয়, তা হলে নিজের পরিবারের পিছনে পড়ুন। নিজের ভাইয়ের কাছে যান, ওঁকে ভালবাসার চেষ্টা করুন, মা-বাবাকে ভালবাসার চেষ্টা করুন, স্ত্রী-সন্তানের খেয়াল রাখুন। এটুকু তো করতেই পারেন।”
কিছু দিন আগে অভিনব মন্তব্য করেছিলেন, এমন এক দিন আসবে যে দিন সলমনকে তাঁর হাঁটু মুড়ে ভিক্ষা চাইতে হবে। সেই কটাক্ষেরও জবাব দেন সলমন। তাঁর কথায়, “একমাত্র ঈশ্বরই আপনার খেয়াল রাখতে পারবেন। আর বন্ধু, আমি প্রতি দিন সকালে হাঁটু মুড়ি, ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য।” প্রসঙ্গত, অভিনবের পরিচালনায় ‘দবং’ ছবিতে জুটি বেঁধেছিলেন সলমন ও সোনাক্ষী সিন্হা।