কাঁধে রয়েছে ‘দাবাং’ খ্যাত চুলবুল পাণ্ডের সানগ্লাস। নীল জামা। তাঁর সামনে দাঁড়িয়ে পরিচালক প্রভুদেবা। ঠিক এ ভাবেই সলমন খানের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অর্থাত্ ‘দাবাং থ্রি’র শুটিং শুরু হয়ে গিয়েছে। তার সেট থেকেই এই ছবি ভাইরাল হয়েছে।
‘দাবাং’ সল্লু মিঞার অত্যন্ত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। ইনদওরে চলছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে জলের পাশে দাঁড়িয়ে রয়েছেন সলমন। অন্য একটি ভিডিয়োতে মহেশ্বর দুর্গের ভিতর সলমনের সঙ্গে দেখা যাচ্ছে তাঁর ভাই আরবাজকে।
সূত্রের খবর, আগামী ১৩ দিন ওই একই লোকেশনে শুটিং করবে গোটা টিম। খুব তাড়াতাড়ি যোগ দেবেন সোনাক্ষী সিংহও। সব কিছু ঠিক থাকলে অ্যাকশন নির্ভর এই ছবি মুক্তি পাবে আগামী ডিসেম্বরে।
আরও পড়ুন, পর্ন ছবিতে আমার আগ্রহ নেই, কঙ্গনাকে আক্রমণ পহেলাজের
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)