Advertisement
E-Paper

সব আটঘাট বেঁধেও পিছিয়ে গেল ‘বিগ বস্ ১৭’, কোন ফ্যাসাদে সলমনের রিয়্যালিটি শো?

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস্‌’। চলতি বছরে ১৭তম সিজ়নে পা দিচ্ছে এই অনুষ্ঠান। আসন্ন সিজ়নের জন্য নতুন ধরনের ভাবনাচিন্তাও করেছিলেন নির্মাতারা।

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৭:৩৭
Salman Khan

সলমন খান। ছবি: সংগৃহীত।

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস্‌’। গত দেড় দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনোরঞ্জন করছে এই অনুষ্ঠান। চলতি বছরে ১৭-য় পা দিচ্ছে ‘বিগ বস্‌’। রিয়্যালিটি শোয়ের ১৭তম সিজ়ন নিয়ে ফিরতে চলেছেন সলমন খান। মাসখানেক আগেই শেষ হয়েছে ‘বিগ বস্ ওটিটি’-র দ্বিতীয় সিজ়ন। তার পরে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই টেলিভিশনে ফেরার কথা ‘বিগ বস্’-এর। ‘বিগ বস্ ১৭’-র জন্য নতুন ভাবনাচিন্তাও করেছিলেন নির্মাতারা। তবে এখন খবর, নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে যেতে চলেছে টেলিভিশনে ‘বিগ বস্‌’-এর প্রত্যাবর্তন।

চলতি বছরের অন্যতম আকর্ষণ আইসিসি মেন্‌স ওয়ার্ল্ড কাপ। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। ভারত এমনিতেই ক্রিকেটপাগল দেশ। বিশ্বকাপ চলাকালীন ঘরে ঘরে টেলিভিশনে খেলা ছাড়া অন্য কিছু প্রায় দেখাই যায় না। ‘বিগ বস্’ ছোট পর্দার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো হলেও সেই সময় বিশ্বকাপ থেকে নজর না ঘোরার সম্ভাবনাই বেশি বলে ধারণা অনুষ্ঠানের নির্মাতাদের। সে ক্ষেত্রে রিয়্যালিটি শোয়ের টিআরপি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে নির্মাতাদের মধ্যে। প্রত্যাশা মাফিক টিআরপি না পেলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে ‘বিগ বস্’। সে কথা ভেবেই রিয়্যালিটি শো পিছিয়ে দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করছেন নির্মাতারা।

রিয়্যালিটি শো পিছিয়ে যাওয়ার কানাঘুষো শোনা গেলেও চলতি বছরে ‘বিগ বস্‌’ নিয়ে অভিনব ভাবনাচিন্তা রয়েছে নির্মাতাদের। খবর, ১৭তম সিজ়নকে দর্শকের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে অভিনব এক কৌশল অবলম্বন করতে চলেছেন রিয়্যালিটি শোয়ের নির্মাতারা। চলতি বছরের ‘বিগ বস্‌’-এর থিম হতে চলেছে ‘সিঙ্গল্‌স ভার্সেস কাপল্‌স’। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের নাটকীয়তা বাড়ানোর জন্য এই পন্থাই অবলম্বন করতে চলেছেন নির্মাতারা। ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগীরা, যাঁরা রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করাকালীন সিঙ্গল ছিলেন কিন্তু এখন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে রয়েছেন— তাঁরা ‘কাপল’ অর্থাৎ যুগল হিসাবে চলতি সিজ়নে অংশ নিতে পারেন। আবার, যাঁরা ‘বিগ বস্‌’-এর ঘরেই প্রেমে পড়েছিলেন কিন্তু এখন সেই প্রেমের সম্পর্ক অতীত— তাঁরাও ‘সিঙ্গল’ হিসাবে ঢুকতে পারেন ‘বিগ বস্‌ ১৭’-র ঘরে। নির্মাতাদের বিশ্বাস, প্রেমের এই সমীকরণ আরও মজাদার করে তুলবে এই রিয়্যালিটি শো-কে। শোনা যাচ্ছে, ‘বিগ বস্ ১৭’-য় যুগল হিসাবে দেখা যেতে পারে কর্ণ কুন্দ্রা-তেজস্বী প্রকাশ, অঙ্কিতা লোখন্ডে-ভিকি জৈনের মতো জনপ্রিয় জুটিকে।

Bigg Boss TV reality show Salman Khan Bigg Boss OTT
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy