Advertisement
E-Paper

‘মোদী-শাহকে অনুরোধ করব, এর যেন যোগ্য জবাব দেওয়া হয়’, পহেলগাঁও নিয়ে ফুঁসছে বলিউড

এক সময় জঙ্গি যোগে নাম উঠে এসেছিল সঞ্জয় দত্তেরও। তিনিও ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, “ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাকে ক্ষমা করা যায় না।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৩:১০
Sanjay Dutt, Akshay Kumar, Vicky Kaushal, Farhan Akhtar, Karan Johar’s reaction on Pahelgam tragic incident

পহেলগাঁও-এর ঘটনায় ফুঁসছে বলিউড। ছবি: সংগৃহীত।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। গত কয়েক বছরে নির্দোষ মানুষের উপর এমন ভয়াবহ হামলা দেখা যায়নি, মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এই ঘটনায় ফুঁসে উঠেছেন বলিউডের তারকারাও।

সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে অক্ষয় কুমার লিখেছেন, “পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি।”

ফারহান আখতারও এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন, “পহেলগাঁও-তে জঙ্গি হামলার ঘটনায় গভীর ভাবে আহত। নিরীহ মানুষদের উপর এই হত্যালীলা কোনও অজুহাত হতে পারে না। এই ঘটনার কড়া নিন্দা হওয়া উচিত। নিহতদের পরিবারের সদস্যের প্রতি আমার সমবেদনা রইল। এই দুঃসময়ে কাশ্মীরের মানুষের পাশে আছি।”

কিছু দিন আগেই কাশ্মীর থেকে ঘুরে এসেছেন হিনা খান। তিনি নিজেও জন্মগত ভাবে কাশ্মীরেরই মানুষ। তাই এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রীও। সমাজমাধ্যমে হিনা প্রশ্ন তুলেছেন, “পহেলগাঁও, কেন কেন কেন?” নিরস্ত্র নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে আতঙ্কবাদীরা। সোনু সুদ সমাজমাধ্যমে লিখেছেন,“নিরীহ পর্যটকদের উপর কাপুরুষের মতো এই হামলার নিন্দা করি। সভ্য পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও জায়গা থাকতে পারে না।”

উরির হামলা নিয়ে ছবিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এই ঘটনায় অভিনেতার প্রতিক্রিয়া, “পহেলগাঁও-এর জঙ্গি হামলায় যাঁরা প্রিয়জনদের অমানবিক ভাবে হারালেন তাঁদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না।” কর্ণ জোহর লিখেছেন, “সত্যি হৃদয় বিদারক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।”

এক সময় জঙ্গি যোগে নাম উঠে এসেছিল সঞ্জয় দত্তেরও। তিনিও ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, “ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাকে ক্ষমা করা যায় না। এই জঙ্গিদের এ বার বোঝা উচিত, আমরা চুপ থাকব না। আমাদের এই ঘটনার পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য।”

জাহ্নবী কপূর, তুষার কপূর, সিদ্ধার্থ মলহোত্র, কমল হাসন, রবীনা টন্ডনরাও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

Sanjay Dutt Akshay Kumar Vicky Kaushal Pahelgam Terror Attack Farhan Akhtar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy