Advertisement
E-Paper

‘আমার দিদাই আমায় সব কিছু শিখিয়েছে’, দিদা সুপ্রিয়া দেবীকে নিয়ে আবেগঘন পোস্ট শন-এর

কিছু দিন আগে আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শন বলেছিলেন, “আমার দিদার প্রেরণাতেই আমি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলাম। দিদার সিনেমাগুলির মধ্যে আমার পছন্দ মেঘে ঢাকা তারা এবং সিস্টার।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ১৮:৫৯
দিদার সঙ্গে শন। ছবি- ইনস্টাগ্রাম।

দিদার সঙ্গে শন। ছবি- ইনস্টাগ্রাম।

অভিনয়ে আসার প্রেরণা পেয়েছিলেন দিদা সুপ্রিয়া দেবীর থেকে। এবার দিদার সঙ্গেই ইনস্টাগ্রামে আবেগঘন ছবি পোস্ট করলেন ‘এখানে আকাশ নীল’-এর উজান ওরফে শন বন্দ্যোপাধ্যায়।

রবিবার ইনস্টাগ্রামে দিদার সঙ্গে ছবি শেয়ার করে শন লেখেন, ‘আমার দিদাই আমায় সব কিছু শিখিয়েছে। এমনকি, কীভাবে তাকে ছাড়া বাঁচতে হয়, সেটিও শিখিয়ে দিয়েছে দিদা।’ দিদার প্রতি ওই মিষ্টি কমেন্টে ভিড় করেছে হাজারও ভক্তের কমেন্ট। কেউ লিখেছেন, ‘দাদা, আমি, আপনি এবং আপনার দিদা, দু’জনের অভিনয়েরই চরম ভক্ত’। আবার কেউ বা লিখেছেন, ‘আপনাকে অনেক অভিনন্দন। আপানি এবং আপনার দিদার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা কখনও ভাঙার নয়। এ ভাবেই চলতে থাকুক আপানাদের সম্পর্ক, অটুট থাকুক ভালবাসা।’

কিছু দিন আগে আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে শন বলেছিলেন, “আমার দিদার প্রেরণাতেই আমি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলাম। দিদার সিনেমাগুলির মধ্যে আমার পছন্দ মেঘে ঢাকা তারা এবং সিস্টার।’’

আরও পড়ুন-আলো আঁধারি রেস্তোরাঁয় নাচের ছন্দে মেতে উঠলেন মনামী

দেখুন দেই পোস্ট

My grandmother taught me everything, even how to live without her. ☺️

A post shared by Sean Banerjee (@seanbanerjee.sb) on

আরও পড়ুন- এবার পোশাক নিয়েও ট্রোলের মুখে নুসরত!

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, দিদার কোন নায়কের ভূমিকায় শন অভিনয় করতে চান? উত্তরে শন বলেছিলেন, “বিষয়টা নিয়ে এখনও ভাবিনি। বাট দেয়ারস আ লটস অব ফ্যাক্টরস। সময়, জেনারেশন, ছবির মেকিং, ছবির থিম— অনেক কিছু পাল্টে গিয়েছে।মোর অ্যান্ড মোর ইন্টারেস্টিং ক্যারেক্টারস রাইজিং। আগেকার সময়ে যা হয়ে গিয়েছে বাংলা সিনেমা বা সিরিয়ালে, সেটা একটা বেঞ্চ মার্ক সেট করে দিয়েছে। আই থিং, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কাম আপ উইথ সামথিং নিউ।”

Sean Banerjee Supriya Debi Tollywood Bengali Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy