সমাজের বেশির ভাগের কাছে এই প্রেম নিষিদ্ধ। তবু সেই চোখ রাঙানির সামনে দাঁড়িয়ে নিঃসঙ্কোচ প্রেম ২ মেয়ের। ঠোঁটে ঠোঁট। আর হাতে একটি ব্যানার। লেখা ‘মেয়েতে মেয়েতে প্রেম হয়েছে, পিতৃতন্ত্র উল্টে গেছে’। এ ভাবেই তৈরি হল ‘গোলাপ ও বিদ্রোহ’ গানের ভিডিয়ো।
এই গানের গীতিকার মণিদীপা সিংহর সঙ্গে কথা বলল আনন্দবাজার ডিজিটাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণা করছেন তিনি। ‘প্রান্তিক যৌনতা’ ও বিদ্রোহের দীর্ঘ সম্পর্ক নিয়েই এই ভিডিয়োটি বানানো হয়েছে বলে দাবি মণিদীপার। সঙ্গীতকার মণিদীপার কথায়, ‘‘আমি নিজে এক জন প্রান্তিক যৌনতার মানুষ। একই সঙ্গে বামপন্থীও। আমার কাছে প্রেম ও বিদ্রোহ একে অপরের পরিপূরক। সমপ্রেম নিয়ে কোনও রাখঢাক রাখতে চাইনি। সপাটে প্রান্তিক যৌনতার মানুষের অধিকার নিয়ে কথা বলেছি।’’