একটা গোটা বছর কেটে গেল। তবে শাহরুখ খানের আগামী প্রজেক্টের ঘোষণা হল না। বছরশেষে সহ্যের বাঁধ ভেঙেছে শাহরুখের ‘জবরা’ ফ্যানদের। টুইটারে তাঁরা একটি হ্যাশট্যাগ শুরু করেছেন, #উই ওয়ান্ট অ্যান অ্যানাউন্সমেন্ট। সারা বছরই তাঁর আগামী প্রজেক্ট ঘিরে অনেক জল্পনা শোনা গিয়েছে। তবে কোনওটাই চূড়ান্ত হয়নি। একজন ফ্যান টুইট করেছেন, যদি আজ শাহরুখ ছবির ঘোষণা না করেন, তবে তিনি আত্মহত্যা করবেন। আর এক জন লিখেছেন, ‘আপনাকে ঘিরে নতুন কোনও উত্তেজনা তৈরি হচ্ছে না। আপনি ইন্ডাস্ট্রির চার্ম। একটা কিছু অন্তত ঘোষণা করুন।’
গত বছর ‘লায়ন কিং’-এর হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ ও তাঁর পুত্র আরিয়ান। তা ছাড়া তাঁর কোনও কাজ ছিল না। সারা বছরই তিনি কোনও না কোনও পরিচালকের সঙ্গে দেখা করেছেন, খবরে এসেছে। কখনও ‘অন্ধাধুন’খ্যাত শ্রীরাম রাঘবন, কখনও বা ‘বধাই হো’খ্যাত অমিত শর্মার সঙ্গে। এমনকি বাদ যাননি দক্ষিণী পরিচালকও। দক্ষিণী ছবির রিমেকেও শাহরুখ কাজ করতে পারেন বলে শোনা গিয়েছে। তবে ‘জ়িরো’র পরে তিনি নতুন কোনও কাজ হাতে নেননি। আমির খান ‘লাল সিং চড্ডা’র জোর কদমে শুট করছেন। সলমনের হাতেও ‘রাধে’ এবং ‘কিক টু’। খান ত্রয়ীদের মধ্যে শুধুমাত্র শাহরুখের কাজের খবরই এখনও পর্যন্ত নেই।
তবে খবরে তিনি আছেন। ফ্যানদের কল্যাণেই হয়তো। বছরশেষের পার্টি করতে পৌঁছে গিয়েছেন আলিবাগে। যে পার্টিতে শাহরুখের ছেলেমেয়ের বন্ধুর দল তো আছেই। সঙ্গে রবি শাস্ত্রী আর রবিনা টন্ডনকেও দেখা গিয়েছে।
আর নস্ট্যালজিয়া উস্কে দিতে নেটফ্লিক্সে ডেভিড লেটারম্যানের শো দেখতে পারেন। সেই শোয়ের জন্যও চর্চায় ছিলেন কিং খান। আরিয়ান ও সুহানার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই শাহরুখ এখন লাইমলাইটে।