Advertisement
E-Paper

লাস ভেগাসে ব্যস্ত শাহরুখ, পুত্রের জন্মের আগে অসুস্থ হয়ে পড়েন গৌরী! কী ভাবে সব দিক সামলান অভিনেতা?

‘পরদেশ’ ছবির শুটিং করছেন শাহরুখ। লাস ভেগাসে অভিনেতা। দিল্লির হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল গৌরীর। কী ভাবে সামাল দেন অভিনেতা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৭:০১
Shah Rukh Khan had to leave shooting midway due to Gauri Khan’s pregnancy complication

স্বামী হিসেবে কেমন শাহরুখ? ছবি: সংগৃহীত।

৩৪ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান ও গৌরী খান। এখন তাঁরা তিন সন্তানের বাবা-মা। আরিয়ান, সুহানা ও আব্রাম সংসারে আসার পরে বদলে গিয়েছে জীবনের মানে। ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এমনই জানিয়েছিলেন শাহরুখ। তবে তিনি কখনও ভাবেননি, গৌরীর মধ্যে একজন ভাল মা হয়ে ওঠার গুণ রয়েছে। বরং শাহরুখের ধারণা ছিল, বাচ্চাদের সঙ্গে খুব একটা বনিবনা হবে না গৌরীর। যদিও ১৯৯৭ সালে প্রথমবার মা হলেন গৌরী। গর্ভে যখন আরিয়ান, শাহরুখের তখন কেরিয়ার ক্রমশ ঊর্দ্ধমুখী। সেই সময় ‘পরদেশ’ ছবির শুটিং করছেন শাহরুখ। লাস ভেগাসে অভিনেতা। গৌরীর শারীরিক পরিস্থিতি এমনই যে হাসপাতালে ভর্তি করানোর কথা ভাবতে হয়েছিল। কী ভাবে সামাল দেন অভিনেতা?

শাহরুখ নাকি অসম্ভব পরিশ্রমী। যদিও নিজে বিনয়ী হয়ে বলেন, সবটাই তাঁর ভাগ্য। নিজে কিছুই করেননি। শাহরুখের কেরিয়ারের সাফল্যের নেপথ্যে যেমন ছবি রয়েছে, তেমনই রয়েছেন নায়িকারা। আবার ততখানিই গুরুত্ব গানের। অভিনেতার জীবনের অন্যতম হিট ‘ইয়ে দিল দিওয়ানা’, শুটিংয়ের সময় বিরাট সমস্যায় পড়েছিলেন নায়ক। মাত্র তিনটি ক্লোজ আপ শট দিয়ে বেরিয়ে যেতে হয় তাঁকে।

সে সময় অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীর আচমকাই খারাপ হয়ে যায়। আমেরিকা থেকে তড়িঘড়ি দেশে ফিরে আসতে হয় তাঁকে। পরিচালক সুভাষ ঘাইয়ের কথায়, “লাস ভেগাসে ৩ দিনের শুটিং ছিল। সকাল ৭টা থেকে গাড়ি হাজির। কিন্তু আচমকা গৌরী অসুস্থ হতেই আমি শাহরুখকে বলি ৩টে ক্লোজ শট দিয়ে চলে যেতে। বাকি শুটিংটা বডি ডাবল দিয়ে করি।”

Shah Rukh Khan Gauri Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy