Advertisement
E-Paper

‘জওয়ান’-এর ট্রেলার মুক্তির আগে মুখ ঢেকে কোন মন্দিরে আশীর্বাদ নিতে গেলেন শাহরুখ?

বুধবার দক্ষিণে যাওয়ার কথা, তার আগেই হঠাৎ উত্তরে হাঁটা দিলেন শাহরুখ, কোন দেবীর আশীর্বাদ নিতে?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৬:২৫
Shah Rukh Khan offered prayer to vaishno devi mandir ahead jawan release

বৈষ্ণোদেবীর মন্দিরে মুখে ঢাকা অবস্থায় শাহরুখ। ছবি: সংগৃহীত।

চেন্নাইতে যাচ্ছেন শাহরুখ। বহু দিন ধরে শাহরুখের ‘জওয়ান’ ছবির ট্রেলার মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহরুখ অনুরাগীরা। শোনা যাচ্ছে চেন্নাইতেই আনুষ্ঠানিক ভাবে গোটা টিমের উপস্থিতিতে মুক্তি পাবে 'জওয়ান'-এর ট্রেলার। তার জন্য প্রস্তুতিও চলছে। তবে তার আগে সোজা জম্মু গেলেন অভিনেতা। মঙ্গলবার মধ্যরাতে আচমকা বৈষ্ণোদেবীর মন্দিরে যান শাহরুখ। ‘পাঠান’ মুক্তির আগেও সেখানে দেবীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি। এ বারও তার অন্যথা হল না।

পরনে ঢিলে ঢালা প্যান্ট, ছাই রঙা টিশার্ট, নীল রঙের জ্যাকেট ও মাথা ঢাকা টুপি পরিহিত বাদশা মুখ ঢেকেছেন মাস্কে। চারপাশে নিরাপত্তার কড়া বলয়, চেনার জো নেই। তবে শাহরুখ যাবেন, আর সেই খবর ছড়াবে না, তা কি হয়! অভিনেতার মন্দিরে প্রবেশের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। বেশ কিছু ক্ষণ মন্দিরে ছিলেন। তার পরই বুধবার ভোর ভোর সেখান থেকে বেরিয়ে যান শাহরুখ।

৭ সেপ্টেম্বর মুক্তি পাবে 'জওয়ান'। তার আগে চেন্নাইয়ের শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছেন শাহরুখ। বুধবার দুপুর তিনটে নাগাদ সেখানে হাজির হবেন অভিনেতা। সম্প্রতি টুইট করে অভিনেতা লেখেন, ‘‘নমস্কার চেন্নাই, আমি আসছি। শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে-মেয়েরা তোমরা তৈরি তো? আমি উদগ্রীব তোমাদের সঙ্গে দেখা করতে। তোমাদের জন্য তা থাইয়া করতে পারি, যদি তোমরা চাও। দেখা হচ্ছে দুপুর ৩টের সময়।’’

‘পাঠান’ মুক্তির আগে বৈষ্ণোদেবীর মন্দিরে যান শাহরুখ। হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়ে এই ছবি। এ বার ‘জওয়ান’ মুক্তির আগে ফের দেবীদর্শন।

Bollywood News Shah Rukh Khan Jawan Bollywood Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy