বলিউডের ‘কিং’ বললে এখন সকলে শাহরুখ খানের কথাই বোঝেন। তবে খ্যাতির শীর্ষে পৌঁছোনোর সেই পথ ছিল না মসৃণ। এক সময়, নিজের একটি ছবির প্রচারই করতে চাননি অভিনেতা। পরবর্তী কালে, মাত্র ৫৭ লক্ষ টাকা আয় করে সেই ছবি। সবচেয়ে কম আয় করা ছবির তালিকায় নাম লিখিয়েছে সেটি। কোন ছবির কথা হচ্ছে?
১৯৯৩ সাল। তখন বড় পর্দায়ে অভিনয়সফরের দ্বিতীয় বর্ষে রয়েছেন অভিনেতা। ‘দিওয়ানা’ বা ‘রাজু বন গয়া জেন্টল্ম্যান’-এর মতো ছবি সাফল্য এনে দিলেও ইন্ডাস্ট্রিতে তখনও প্রতিষ্ঠিত হতে পারেননি শাহরুখ। ‘ডর’ বা ‘বাজ়িগর’ অবশ্য তাঁকে তারকা তকমা লাভ করতে সাহায্য করেছিল। তবে কর্মজীবনের শুরুর দিকে একসঙ্গে অনেকগুলো ছবির চুক্তি সই করেছিলেন তিনি। উদ্দেশ্য, বাণিজ্যিক সাফল্য লাভ করা, নিজেকে প্রতিষ্ঠিত করা। এর পর সেই ছবিগুলো বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে তাঁকে লাভের মুখই দেখিয়েছে। তবে এইগুলির মধ্যে একটি মাত্র ছবি একেবারে মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে, তা-ও ছবি তৈরির প্রায় এক দশক পর। কী ভাবে?
২০০৪ সালে বলিউডে নিজের স্থান পোক্ত করে ফেলেছেন শাহরুখ। ২০০০ সাল থেকে প্রতি বছর সবচেয়ে বেশি আয় করা ছবির নায়ক তিনিই। ‘মহব্বতেঁ’, ‘কভি খুশি কভি গম’, ‘দেবদাস’, ‘কাল হো ন হো’— একের পর এক হিট ছবি শাহরুখের। এর পর তালিকায় উজ্জ্বল স্থান পায় ‘বীর-জ়ারা’। বাণিজ্যসফল না হলেও পরবর্তী সময়ে ‘কাল্ট ক্লাসিক’ হয়ে ওঠে শাহরুখের ‘স্বদেশ’। কিন্তু, যে ছবি নিয়ে অভিনেতার অনীহা তৈরি হয়েছিল, তা হল ‘ইয়ে লমহে জুদাই কে’। ১৯৯৪ সালে তৈরি হয়েছিল ছবিটি। এক দশক ধরে অন্ধকারে থেকে ২০০৪ সালে মুক্তি পায় শাহরুখ ও রবিনা টন্ডন জুটির একমাত্র ছবি।
আরও পড়ুন:
১৯৯৩ সালে ওই ছবির চুক্তি সই করেন শাহরুখ ও রবিনা। পরিচালক বীরেন্দ্রনাথ তিওয়ারি শুরু করেন ছবির কাজ। প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘জাদু’। ১৯৯৪ সালের মধ্যে সিংহভাগ শুটিং শেষ হয়ে যায়। তার পরেই থমকে যায় এই ছবির কাজ। ২০০৪ সালে নির্মাতাদের উদ্যোগে এই সিনেমার ‘উদ্ধারকার্য’ শুরু হয়। নতুন অভিনেতাদের সঙ্গে নিয়ে, চিত্রনাট্যে কিছু বদল ঘটিয়ে মুক্তির সিদ্ধান্ত হয়। নতুনদের মধ্যে কিশোরী রশমি দেসাইও ছিলেন, যিনি পরবর্তী সময়ে ছোটপর্দায় রাজত্ব করেছেন। সমালোচকদের মতে, পুরনো গল্পের সঙ্গে নতুন সংযোজনের মিশ্রণ একেবারেই ভাল হয়নি। শাহরুখ ও রবিনা দু’জনেই নাকি ছবির ডাবিং বা প্রচার করতে রাজি হননি। তাড়াহুড়ো করে ছবিটি শেষ করে ২০০৪ সালের ৯ এপ্রিল মুক্তি পায়। বক্সঅফিসে যদিও এই ছবির মুখোমুখি সংঘর্ষ হয় ‘মস্তি’র সঙ্গে।
বক্সঅফিসে অসফল হওয়া উল্লেখযোগ্য ছবি ‘ইয়ে লমহে জুদাই কে’। প্রথম দিনে এই ছবি মাত্র ১৩ লক্ষ টাকা আয় করে। তুলনা করা চলে, ওই একই বছরে মুক্তি পাওয়া শাহরুখের অপর দুই ছবির সঙ্গে। ২০০৪-এর ‘বীর-জ়ারা’ ও ‘ম্যায় হুঁ না’ ছবি প্রথম দিনে আড়াই কোটির উপরে আয় করেছিল। শাহরুখ-রবিনার ছবি ভারতে মাত্র ৫৭ লক্ষ টাকা আয় করে। বিদেশে আয়ের পরিমাণ ১ কোটি ছিল। ২০০০-এর গোড়ার দিকে নব্বইয়ের দশকে তাঁর অভিনীত যাবতীয় ছবির ডিজিটাল ও কেব্ল্ স্বত্ব কিনে নিজের সংস্থা ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’-এর অধীনে নিয়ে আসেন শাহরুখ। ‘ইয়ে লমহে জুদাই কে’ সেগুলির মধ্যে অন্যতম। আপাতত এই ছবি অ্যামাজ়ন প্রাইমে দেখা যায়।