Advertisement
E-Paper

ভারত-পাক পরিস্থিতি নিয়ে নীরব শাহরুখ! অবশেষে ব়ড় সিদ্ধান্ত নিলেন ‘কিং’-এর নির্মাতারা

ভারত-পাক বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ না খুললেও, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন বাদশাহ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৭:১০
Shah Rukh Khan’s film King’s shooting will start after the ongoing situation is resolved

অবশেষে কি মুখ খুললেন শাহরুখ? ছবি: সংগৃহীত।

ভারত ও পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চুপ ছিলেন শাহরুখ খান। তাঁর নীরবতা নিয়ে প্রশ্নও তোলেন অনুরাগীরা। যদিও তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে নানা খবর উঠে এসেছিল শিরোনামে। ভারত-পাক বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ না খুললেও, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন বাদশাহ।

‘কিং’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী ১৬ মে থেকে। কিন্তু ভারত-পাক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ছবির শুটিং পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “যুদ্ধবিরতি ঘোষণার পরও কিছু বিষয় এখনও স্পর্শকাতর। তাই সকলেই শঙ্কিত। এই সময়ে কাজ শুরু করা ঠিক হবে কি না, সেটা নিয়ে সকলেই ভাবিত। আগামী ১৬ মে থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য ছবির শুটিং পিছিয়ে যেতেই পারে। পরিস্থিতি ও পরিবেশ শান্ত হলেই ছবির কাজ শুরু করা সমীচীন হবে।”

এই ছবি নিয়ে দীর্ঘ দিন ধরে বিস্তর আলোচনা হচ্ছে। শাহরুখের এই ছবিতে রয়েছেন সুহানা খান। এটিই তাঁর ব়ড় পর্দার প্রথম ছবি। এ ছাড়াও ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, আরশাদ ওয়ারসি। শোনা যাচ্ছে, সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে। সিদ্ধান্ত আনন্দ পরিচালিত এই ছবি ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে।

শোনা যাচ্ছে ২০২৬-এর শেষের দিকে এই ছবি মুক্তি পাবে। শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ২০২৩-এর ছবি ‘ডাঙ্কি’তে। তার আগে সেই বছরই ‘জওয়ান’ ও ‘পাঠান’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

Shah Rukh Khan King
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy