শাহরুখ-পুত্রকে নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। ক্যামেরার পিছনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারকা পুত্র। ছবিশিকারিদের সামনে গম্ভীর মুখেই দেখা যায় তাঁকে। আসলে তিনি কেমন, তা নিয়ে প্রশ্ন ওঠে। তাই আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ়ের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে। অনুরাগীরা বলেছেন, একেবারে বাবার কায়দায় ছবির ঝলক প্রকাশ্যে আনলেন পুত্র।
সেই ঝলকের প্রথমেই আরিয়ান খানের কণ্ঠে শাহরুখের ছবি ‘মহব্বতে’র সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। এই দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে শাহরুখের কথা। এই সংলাপ বলতে বলতেই নিজের সিরিজ়ের প্রধান অভিনেতা লক্ষ্য লালওয়ানি ও সাহের বাম্বার সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহরুখ। তবে গড়পরতা বলিউডি সিরিজ় থেকে নাকি এটি সম্পূর্ণ অন্য রকম। এমনই ইঙ্গিত দিয়েছেন আরিয়ান।
আরও পড়ুন:
তিনি নিজেই সেই ঝলকে বলেন, “একটু বেশিই হয়ে গেল, না? অভ্যেস করে নিন। কারণ আমার শো-তেও বেশি বাড়াবাড়ি রয়েছে। বলিউডে এত দিন অনেক ভালবাসা দেখেছেন। আমিও তাই দেখাব। অনেকটা ভালবাসা, আর তার সঙ্গে যুদ্ধ।”
পুত্র আরিয়ানের প্রথম কাজের ঝলক ভাগ করে নিয়েছেন শাহরুখ। ২০ অগস্ট নেটফ্লিক্স-এ দেখা যাবে এই সিরিজ়। মোনা সিংহ ও মনোজ পাহওয়াও অভিনয় করেছেন এই সিরিজ়ে। ঝলকের পিছন থেকে এক তারকাকে দেখে নেটাগরিকেরা অনুমান করছেন, তিনি রণবীর সিংহ। ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে এই সিরিজ়ের ঝলক। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শাহরুখের অনুরাগীরা। তাঁদের মন্তব্য, “পরিচালনাকেই পেশা হিসেবে বেছে নিয়ে ঠিক করেছেন আরিয়ান। অভিনয়ে এলে প্রতি মুহূর্তে তুলনার শিকার হতে হত।”