Advertisement
E-Paper

সলমনকে খোঁচা দিলেন শাহিদ! সত্যিই ভাইজানের মুখভঙ্গি নকল করে দেখালেন অভিনেতা?

শাহিদ মনে করেন, বলিউডে এমন কয়েকজন অভিনেতা রয়েছেন যাঁরা নানা আদব কায়দায় নিজের উপস্থিতি বোঝানোর চেষ্টা করেন। কোথাও গেলে নিজের উপস্থিতি বোঝাতে মুখের নানা অঙ্গভঙ্গি করেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৭:০৫
Shahid Kapoor clarified whether he really took a dig at Salman Khan

সলমন খানকে খোঁচা শাহিদের! ছবি: সংগৃহীত।

নাম না করেই নাকি সলমন খানকে একহাত নিয়েছেন শাহিদ কপূর। বলিউডে ভাইজানকে সকলেই সমীহ করে চলেন। সেখানে হঠাৎ তাঁকে খোঁচা দিলেন শাহিদ? অবাক অভিনেতার অনুরাগীরা। তবে এর উত্তরও দিয়েছেন শাহিদ।

আসন্ন ছবি ‘দেবা’র প্রচার নিয়ে ব্যস্ত শাহিদ কপূর। ছবির প্রচার সংক্রান্ত এক সাক্ষাৎকারে অন্য অভিনেতাদের নিয়ে কথা বলছিলেন অভিনেতা। তখনই তিনি জানান, বলিউডে এমন কয়েকজন অভিনেতা রয়েছেন যাঁরা নানা আদব কায়দায় নিজের উপস্থিতি বোঝানোর চেষ্টা করেন। কোথাও গেলে নিজের উপস্থিতি বোঝাতে মুখের নানা অঙ্গভঙ্গি করেন। শাহিদ নিজে নকল করেও দেখান। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকের প্রশ্ন, শাহিদ কি সলমন খানের কথা বলছেন? শাহিদের অনুরাগীরা আবার চিন্তিত হয়ে বলেছেন, “অভিনেতা কি আগুন নিয়ে খেলছেন?”

এই একই প্রশ্ন পরিচিতেরাও ফোন করে অথবা মেসেজ করে জিজ্ঞাসা করছেন শাহিদকে। তবে ‘দেবা’ ছবির অভিনেতার দাবি, তাঁর এমন কোনও ইঙ্গিত ছিল না। বরং সলমন খানকে তিনি শ্রদ্ধা করেন। অন্য এক সাক্ষাৎকারে শাহিদ বলেছেন, “কয়েক জন আমাকে এই একই প্রশ্ন করেছেন। আমি তখন কথা বলছিলাম। এত ভাবিনি। আর এমন কাউকে আমি কটাক্ষ করতেই পারি না, যিনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, প্রতিষ্ঠিত। সবচেয়ে বড় কথা, আমি ওঁকে শ্রদ্ধা করি।”

আগামী ৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহিদের পরবর্তী ছবি ‘দেবা’। এই ছবিতে শাহিদ এক পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ছবির ঝলক ইতিমধ্যেই সা়ড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে। আগামীতে শাহিদ ফের বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করবেন বলে শোনা যাচ্ছে।

Shahid Kapoor Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy