বন্ধু সিদ্ধার্থ শুক্লকে হারানোর পর থেকেই একটু অন্যভাবে সময় কাটাতে পছন্দ করেন শেহনাজ গিল। ভক্তরা বলেন, শেহনাজের আবেগ, মন খারাপ ধরা পড়ে সেই সব মুহূর্তে। বোঝা যায়, কাজে ব্যস্ত থেকে সিদ্ধার্থকে ভোলার চেষ্টাও। শেহনাজের ছবি, ভিডিয়ো তাই নেট মাধ্যমে এলেই ভাইরাল হয়। সোমবারও তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, হাতে করে একটি ময়ূররকে দানা খাওয়াচ্ছেন অভিনেত্রী, তবে খাওয়াতে গিয়ে বেশ ভয়ও পাচ্ছেন। ভিডিয়োটির স্বাভাবিক বাস্তবতা মুগ্ধ করেছে শেহনাজ ভক্তদের।
ভিডিয়োয় দেখা যাচ্ছে ময়ূরের সামনে হাঁটুমুড়ে মাটিতে বসে পড়েছেন শেহনাজ। তাঁর পরনে সাদা রঙের একটি শালোয়ার। হাতে দানা নিয়ে তিনি এগিয়ে দিয়েছেন ময়ূরের দিকে। কিন্তু অভিনেত্রীর মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ময়ূর এগিয়ে এসে তাঁর হাত থেকে খুঁটে দানা তুলে নিতেই ঝটিতি হাত সরিয়ে নিলেন শেহনাজ। তার পর আবার ভয়ে ভয়ে হাতে দানা নিয়ে এগিয়ে দিলেন ময়ূরটির মুখের কাছে।