‘আবার সে এসেছে ফিরিয়া’। সগৌরবে। সে নয়, তিনি। অভিনেত্রী শিল্পা শেট্টি।
দিন কয়েক আগে নিজেই রীতিমতো ঘোষণা করেছিলেন ইনস্টাগ্রামে। তাঁর নাকি একঘেয়ে লাগছে সব কিছু। তাই আপাতত সরে যাচ্ছেন নেটমাধ্যম থেকে। সেই ‘বিরতি’ ফুরিয়ে গেল মাত্র চার দিনেই! সুপারওম্যান সেজে ইনস্টাগ্রামেই প্রত্যাবর্তন ঘটল শিল্পার।
সুপারওম্যান-এর সাজে সোমবার নিজের একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাজ কুন্দ্রার ঘরনি। বিবরণে নিজের সেই ‘অবতার’-এর পরিচয় দিয়েছেন ‘অবনী’ নামে। সঙ্গে আরও একটি ঘোষণা— মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রকাশিত হবে তাঁর নতুন ছবি ‘নিকম্মা’র প্রচার-ঝলক।
এই ছবির হাত ধরেই ১৪ বছর পরে বড় পর্দায় ফিরছেন ‘বাজিগর গার্ল’। সাবির খান পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ জুন। শিল্পা ছাড়াও দুই মুখ্য চরিত্রে রয়েছেন অভিমন্যু এবং শার্লি শেটিয়া। এ ছবিতে নাকি ‘অবনী’ নামে একেবারে অন্য স্বাদের এক চরিত্রে দেখা যাবে ‘ধড়কন’-এর নায়িকাকে।