Advertisement
E-Paper

‘গায়ে হাত তুলত’, সিদ্ধার্থের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা শিল্পা শিন্ডে

রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-র ফাইনালের আগেই শোয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী সিদ্ধার্থ শুক্ল-র বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা শিল্পা শিন্ডে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৯
শিল্পা শিন্ডে এবং সিদ্ধার্থ শুক্ল।—ফাইল চিত্র।

শিল্পা শিন্ডে এবং সিদ্ধার্থ শুক্ল।—ফাইল চিত্র।

আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরেই জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-র ফাইনাল। তার আগেই শোয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী সিদ্ধার্থ শুক্ল-র বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা শিল্পা শিন্ডে।

স্পটবয় নামক এক বিনোদন ওয়েবসাইটকে দেওয়া এক্সক্লুসিভে শিল্পা জানিয়েছেন, সন্দেহবাতিক সিদ্ধার্থ নাকি সম্পর্কে থাকাকালীন শিল্পাকে মারধর করতেন। চলত মানসিক এবং শারীরিক নির্যাতন।

কিছু দিন আগে এক অডিয়ো ক্লিপ হাতে আসে ওই সংবাদমাধ্যমটির। সেখানেই শোনা যায়, সিদ্ধার্থ শিল্পাকে সম্পর্কে ফেরার আর্জি জানাচ্ছেন। এর পরই ওই সংবাদমাধ্যমের তরফে ফোন যায় শিল্পার কাছে। শিল্পা বলেন, ‘‘হ্যাঁ, সিদ্ধার্থের সঙ্গে আমার সম্পর্ক ছিল। নানা ভাবে আমায় অত্যাচার করত। এতটাই পজেসিভ ছিল গায়েও হাত তুলত মাঝে মধ্যেই।’’ শোনা যাচ্ছে,এ বার বিগবস-এ জয়ী হবেন সিদ্ধার্থ। সে প্রসঙ্গে শিল্পা বলেন, ‘‘আমি চাই নাএমনটা হোক। ও কখনওই জয় ডিজার্ভ করে না।’’

আরও পড়ুন: টুইঙ্কলের ‘কুকীর্তি’ ফাঁস, রেগে গেলেন অক্ষয়

শিল্পা নিজেও বিগ বস-এর পুরনো খেলোয়াড়। ২০১৭-তে তিনি ওই শোয়ে জয়ীও হয়েছিলেন। ফাইনালের আগে সিদ্ধার্থের জেতার সম্ভাবনাকে এই বক্তব্যের মাধ্যমেই উড়িয়ে দিতে চান শিল্পা?

প্রশ্ন সেটাই।

Sidharth Shukla Shilpa Shinde Bigg Boss Reality Show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy